২০ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২৩:১৩, ১৩ মার্চ ২০২৩

আপডেট: ২৩:১৩, ১৩ মার্চ ২০২৩

ডিসির দুঃখ ‘ডিসি অফিস ইউনিয়ন পরিষদে’

ডিসির দুঃখ ‘ডিসি অফিস ইউনিয়ন পরিষদে’

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় ফতুল্লা ইউনিয়ন পরিষদ এলাকায় অবস্থিত৷ এ নিয়ে দুঃখ প্রকাশ করেছেন খোদ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ৷

সোমবার (১৩ মার্চ) সকালে নিতাইগঞ্জে নারায়ণগঞ্জ আটা ময়দা মিল মালিক সমিতির নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যবে তিনি এ অভিব্যক্তি প্রকাশ করেন৷

ডিসি মঞ্জুরুল হাফিজ বলেন, ‘আপনাদের দুঃখের কথা তো শুনলাম। আমার দুঃখের কথা জানেন? বাংলাদেশের একমাত্র ডিসি অফিস নারায়ণগঞ্জ ডিসি অফিস ইউনিয়ন পরিষদ এলাকায়। অন্যসব ডিসি অফিস হয় পৌরসভায়, নাহয় সিটি করর্পোরেশনে। আমরা এখনো ইউনিয়নে বাস করি আমরা কার কাছে নালিশ করবো বলেন? মশা কামড়ালে কিন্তু সিটি করর্পোরেশনকে বলতে পারি না।’

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি আগামী রমজান মাসকে ঘিরে দ্রব্যমূল্য না বাড়ানোর অনুরোধ জানান৷

আটা ময়দা মিল মালিক সমিতির সাবেক সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপিস্থিত ছিলেন আটা ময়দা মিল মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল আলী, হোসাইন বোখারী, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির প্রমুখ৷

প্রসঙ্গত, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ফতুল্লা, এনায়েতনগর, কাশীপুরের কিছু অংশ সিটি করপোরেশনের অধীনে নেওয়ার পক্ষে৷ এ বিষয়ে মন্ত্রণালয়ে চিঠিও দেওয়া হয়েছিল৷ তবে স্থানীয় সংসদ সদস্যের আপত্তিতে তা সম্ভব হয়ে ওঠেনি৷ তৎকালীন জেলা প্রশাসকও সিটি করপোরেশনের অধীনে এসব ইউনিয়নের অংশ না নেওয়ার পক্ষে অডিট রিপোর্ট দেন৷

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়