২৫ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২১:৩৮, ৪ সেপ্টেম্বর ২০২০

আপডেট: ২৩:১০, ৪ সেপ্টেম্বর ২০২০

তল্লায় মসজিদে বিস্ফোরণ, দগ্ধ অনেক মুসল্লি

তল্লায় মসজিদে বিস্ফোরণ, দগ্ধ অনেক মুসল্লি

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে৷ শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এশার নামাজ চলাকালীন অবস্থায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে৷ প্রাথমিকভাবে অন্তত ৪০ জনের শরীর পুড়ে গেছে বলে খবর পাওয়া গেছে৷ বিস্ফোরণের ঘটনাটি কীভাবে ঘটেছে তা জানা যায়নি৷ তবে মসজিদের ভেতরের এসি বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে৷ তিন তলা মসজিদের নিচতলায় এই বিস্ফোরণ ঘটে। নিচতলার দুই পাশের দেয়ালে লাগানো ৬ টি এসিতে বিস্ফোরণ ঘটে বলে জানা গেছে। সেই সময় মসজিদে ৭০/৮০ জন মুসল্লি জামাতের সাথে নামাজ পড়ছিলেন বলে জানা গেছে।

হাজীগঞ্জ ফায়ার স্টেশনের ডিউটি অফিসার আবুল কালাম জানান, রাত পৌনে নটার দিকে বিস্ফোরণের খবর পেয়ে হাজীগঞ্জের একটি ইউনিট ঘটনাস্থলে যায়৷ নারায়ণগঞ্জের একটি ইউনিট গিয়েছে৷

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাতে ঘটনাস্থল থেকে হাজীগঞ্জ ফায়ার স্টেশন অফিসার মোরশেদ আলম জানান, এসি থেকে বিস্ফোরণটি হয়েছে৷ অন্তত ৪০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে৷ নামাজ চলাকালীন অবস্থায় বিস্ফোরণটি হয়েছে৷

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, ‘ওই মসজিদটির নিচ দিয়ে গ্যাসের পাইপ লাইন নেওয়া হয়েছে। সেই পাইপ ছিদ্র হয়ে গ্যাস নির্গত হচ্ছিল। পুরো মসজিদটি শীততাপ নিয়ন্ত্রিত হওয়ায় গ্যাস জানালা দিয়ে বাইরে বেরুতে পারেনি। ওই অবস্থায় কেউ মসজিদের ভেতরে এসি অথবা ফ্যানের সুইচ বন্ধ করার সময় সৃষ্ট ছোট্ট স্পার্ক থেকেই আগুনের সূত্রপাত ঘটে। এতে মসজিদের ভেতরে আগুন ধরে যায় এবং মসজিদে নামাজরত মুসল্লিরা অগ্নিদগ্ধ হয়।’

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়