২৯ মার্চ ২০২৪

প্রকাশিত: ১৯:২৮, ৭ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ১৯:২৯, ৭ সেপ্টেম্বর ২০২১

তালাক দেয়ায় স্ত্রীকে ছুরিকাঘাত, স্বামী-শাশুড়িসহ গ্রেফতার ৩

তালাক দেয়ায় স্ত্রীকে ছুরিকাঘাত, স্বামী-শাশুড়িসহ গ্রেফতার ৩

প্রেস নারায়ণগঞ্জ: ফতুল্লার লামাপাড়ায় তালাক দেয়ায় জেসমিন (২১) নামের এক নারীকে এলোপাথারি ছুরিকাঘাতে জখম করেছে সাবেক স্বামী। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (৬ সেপ্টেম্বর) রাত ১২টায় ফতুল্লার পশ্চিম লামাপাড়া এলাকায় আব্দুল রফিকের ভাড়াটিয়া বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে জেসমিনের তালাকপ্রাপ্ত স্বামী আসলাম প্রমানিক (৩০), শাশুড়ি মর্জিনা (৬৫) ও ননদের স্বামী রবিউলকে (৩০) গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, প্রেমের সম্পর্কে ৭ বছর পূর্বে ভোলার রামদাসপুরের মৃত. নাজির আহমেদের মেয়ে জেসমিনকে বিয়ে করেন পাবনার আতাইকুলা থানার ছোট মঙ্গল গ্রামের আবেদ আলীর ছেলে আসলাম প্রমানিক। তাদের একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই তাদের দুজনের মধ্যে পারিবারিক অশান্তি চলছিল। সম্প্রতি জেসমিন তার স্বামীকে তালাক দিয়ে শিশু সন্তান নিয়ে ফতুল্লার পশ্চিম লামাপাড়া এলাকায় মামা জব্বার বেপারীর কাছে চলে আসে। সোমবার রাতে মামার বাড়িতে আসলাম ও তার মাসহ ৩ জন এসে জেসমিনকে মারধর করতে থাকে। এক পর্যায়ে সঙ্গে নিয়ে আসা ছুরি দিয়ে আসলাম জেসমিনকে এলোপাথারি ছুরিকাঘাত করে। এসময় চিৎকার শুনে আশপাশের লোকজন এসে আসলাম ও তার মা এবং বোন জামাইকে আটক করে জেসমিনকে হাসপাতালে পাঠায়।

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, জেসমিনকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেফতারকৃত ৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়