২০ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২১:২৪, ২৭ জানুয়ারি ২০২১

থানায় এসে পকেটে হাত দিতে হবে না: ওসি দীপক

থানায় এসে পকেটে হাত দিতে হবে না: ওসি দীপক

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।

নাসিকের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা। ওসি বলেন, পুলিশ ইচ্ছে করলেই একা মাদকমুক্ত সমাজ গঠন করতে পারবে না। মাদকমুক্ত সমাজ গড়তে হলে সমাজের সকল শ্রেণিপেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আপনাদের পরিবারের মধ্যে কোনো মাদক ব্যবসায়ী কিংবা মাদকসেবী থেকে থাকলে আপনারা সংশোধন করে দিবেন।

তিনি আরো বলেন, এখন থেকে আপনারা একটি কথা জেনে রাখবেন, বন্দর থানায় জিডি, অভিযোগ, পুলিশ ক্লিয়ারেন্স করতে কোন টাকা লাগে না। বন্দর থানায় সেবা নিতে গিয়ে কাউকে পকেটে হাত দিতে হবেনা। আমার কোন অফিসারের দ্বারা হয়রানির শিকার হলে আমাকে ফোন দিবেন। আমরা একটি পরিচ্ছন্ন বন্দর নগরী উপহার দিতে আপনাদের সহায়তা কামনা করছি।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়