২৯ মার্চ ২০২৪

প্রকাশিত: ১৯:১৯, ২১ সেপ্টেম্বর ২০২০

আপডেট: ২২:৫১, ২১ সেপ্টেম্বর ২০২০

দীর্ঘ অপেক্ষার পর ফতুল্লা থানা ছাত্রদলের নতুন কমিটি

দীর্ঘ অপেক্ষার পর ফতুল্লা থানা ছাত্রদলের নতুন কমিটি

প্রেস নারায়ণগঞ্জ: দীর্ঘ ১৭ বছর পর ফতুল্লা থানার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে৷ কমিটিতে জিয়াউল হক জিয়াকে আহ্বায়ক এবং শোয়েব আক্তার সোহাগকে সদস্যসচিব করা হয়েছে৷

কমিটির অন্যরা হলেন: যুগ্ম আহ্বায়ক সাগর সিদ্দিকী, মোহাম্মদ মোরশেদ, রফিক মোহাম্মদ (শ্রাবন), মেহেদী হাসান দোলন, ইফতেখার আহমেদ রাজু, রিয়াদ আহমেদ, লেলিন আহমেদ, ইয়াসিন আরাফাত, ফারুক আহমেদ, মাহফুজুর রহমান, আব্দুর রহমান, সদস্য মোহাম্মদ আরিফ, রিয়াদ দেওয়ান, সাইফুল সরকার, মো. রাজীব, ফয়সাল আহমেদ শান্ত, শামীম পাটোয়ারি, সাজ্জাদ হোসেন, মো. সোহেল রানা৷

নতুন কমিটিতে স্থান পেয়ে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি মশিউর রহমান রনি ও সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সজীবের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে ফতুল্লা থানা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ক জিয়াউল হক জিয়া ও সদস্যসচিব শোয়েব আক্তার সোহাগ৷ তারা বলেন, দীর্ঘ বছর পর ফতুল্লা থানা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে৷ এই কমিটিতে নতুন-পুরাতন ছাত্রনেতাদের সম্মিলন হয়েছে৷ এজন্য জেলা সভাপতি রাজপথের তুখোর ছাত্রনেতা মশিউর রহমান রনি ও সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সজীব ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি৷

তবে এই আহ্বায়ক কমিটির বিষয়ে কোনো কিছু জানেন না বলে জানিয়েছেন জেলা কমিটির সভাপতি মশিউর রহমান রনি৷ তিনি প্রেস নারায়ণগঞ্জকে বলেন, ‘কমিটিতে কেন্দ্রীয় সংসদের নাম রয়েছে৷ সুতরাং এ বিষয়ে আমি কিছু বলবো না৷ কেউ কেউ শো-অফ করার জন্য এসব করছে৷’ তবে ফতুল্লা থানা কমিটির একটি খসড়া দুই মাস পূর্বে কেন্দ্রে জমা দিয়ে রেখেছিলেন বলে জানান তিনি৷
এ প্রসঙ্গে সদ্য নির্বাচিত ফতুল্লা থানা ছাত্রদলের আহ্বায়ক জিয়াউল হক জিয়া বলেন, এই কমিটির বিষয়টি প্রকাশিত হয়েছে গত ৫ দিন আগে৷ কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করতে চাই না৷ কিন্তু এই কমিটি ভুয়া হলে জেলা কমিটির পক্ষ থেকে কেন বিবৃতি দেয়া হচ্ছে না? সেটা কিন্তু কেউ করছে না৷ সুতরাং বোঝার আর কিছু বাকি থাকে না৷’

এদিকে নাম প্রকাশ না করার শর্তে জেলা ছাত্রদলের এক নেতা বলেন, কমিটির বিষয়টি শুনেছি৷ এটা ভুয়া নাকি সঠিক তা কেন্দ্র বলতে পারবে৷ তবে ভুয়া হলে জেলা কমিটির সভাপতি কিংবা সেক্রেটারির বিবৃতি দেয়া উচিত৷ তারা সেটা না করাতে ভুয়া কমিটিও বলা যাচ্ছে না৷

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়