২৪ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৫:২৪, ২৩ মার্চ ২০২১

আপডেট: ১৮:০৬, ২৩ মার্চ ২০২১

দুই সহযোগীসহ এসআই কায়কোবাদ রিমান্ডে

দুই সহযোগীসহ এসআই কায়কোবাদ রিমান্ডে

প্রেস নারায়ণগঞ্জ: সোনারগাঁ থেকে অস্ত্র ও ফেন্সিডিলসহ গ্রেফতার আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) কায়কোবাদ পাঠান এবং তার দুই সহযোগী মাদক ব্যবসায়ীর চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মিল্টন হোসেনের আদালতে পুলিশ অস্ত্র ও মাদকের দুইটি মামলায় ৭ দিন করে রিমান্ডের আবেদন করলে আদালত দুইটি মামলায় প্রত্যেকের দুই দিন করে চার দিন রিমান্ড মঞ্জুর করেন।

কোর্ট পুলিশ ইন্সপেক্টর মো. আসাদুজ্জামান রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার মেঘনা টোলপ্লাজা এলাকা থেকে ২৫ রাউন্ড গুলিসহ দুইটি বিদেশী পিস্তল ও ২শ’ ৪০ বোতল ফেন্সিডিলসহ এসআই কায়কোবাদ পাঠান ও তার দুই সহযোগী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব-৩। পরে র‌্যাব বাদী হয়ে তাদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুইটি মামরা দায়ের করে। সেই মামলায় মঙ্গলবার সকালে এসআই কায়কোবাদসহ তিন আসামীকে আদালতে প্রেরণ করে থানা পুলিশ।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়