১৯ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৪:৫৫, ৫ অক্টোবর ২০১৯

আপডেট: ১৮:৫২, ৫ অক্টোবর ২০১৯

দেবীকে পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে নগরীতে মহাসপ্তমী পালিত

দেবীকে পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে নগরীতে মহাসপ্তমী পালিত

প্রেস নারায়ণগঞ্জ: নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ‘মহাসপ্তমী’। হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার আজ দ্বিতীয় দিন। শুক্রবার ছিল ষষ্ঠী।

বিশুদ্ধ পঞ্জিকা মতে, সপ্তমী তিথিতে দেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তম্যাদি কল্পারম্ভ, সপ্তমীর মূল পূজাসহ পুষ্পাঞ্জলি অনুষ্ঠিত হয়। সপ্তমী তিথি শনিবার বেলা ২ টা পর্যন্ত ছিল।

এর আগে শুক্রবার রাত ৩টায় সপ্তমী তিথি শুরু হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে পূজা সম্পন্ন করার জন্য নগরীর পূজা মন্ডপগুলোতে সকাল থেকেই শুরু করা হয় পূজার আয়োজন।

শনিবার (৫ অক্টোবর) সকালে নগরীর বিভিন্ন পূজা মন্ডপ সরেজমিন ঘুরে দেখা যায়, পুষ্পাঞ্জলি দেবার জন্য সকাল থেকেই নগরীর মিশনপাড়ায় শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রম, আমলাপাড়া, টানবাজার, নিতাইগঞ্জসহ প্রতিটা পূজা মন্ডপের পূণ্যার্থীদের ঢল নামে। উলু ও শঙ্খ ধ্বনির সঙ্গে ঢোলের শব্দে দেবীকে পুষ্পাঞ্জলি দেয় ভক্তরা।

দুপুর ২টায় পুষ্পাঞ্জলি শেষ করে ভক্তবৃন্দদের মাঝে প্রসাদ বিতরণের মাধ্যমে শেষ হয় সপ্তমী পূজার আনুষ্ঠানিক কার্যকর্ম।

নিরাপত্তার জন্য প্রতিটি মন্ডপেই ছিল অতিরিক্ত পুলিশ, আনসার ও পুজা কমিটির নিজস্ব সেচ্ছাসেবক।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়