২৪ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২১:৪৯, ৯ অক্টোবর ২০২০

আপডেট: ১৮:২২, ১০ অক্টোবর ২০২০

ধর্ষণের প্রতিবাদে নারায়ণগঞ্জে মশাল মিছিল (ভিডিওসহ)

ধর্ষণের প্রতিবাদে নারায়ণগঞ্জে মশাল মিছিল (ভিডিওসহ)

প্রেস নারায়ণগঞ্জ: ধর্ষণ রোধে আইনী বিধান তৈরি ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি প্রদানের দাবিতে নারায়ণগঞ্জে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকালে ছাত্র মৈত্রী এবং সন্ধ্যায় ধর্ষণ ও বিচারহীনতা ছাত্র ঐক্য নগরীতে মশাল মিছিল করে। এ সময় মিছিল দুটি চাষাড়া বিজয়স্তম্ভের সামনে থেকে শুরু হয়ে নারায়ণগঞ্জ ২নং রেলগেইট প্রদক্ষিণ করে পুনরায় বিজয়স্তম্ভের সামনে এসে শেষ হয়।

এ সময় মশাল মিছিলে তারা ‘মুক্তিযুদ্ধের বাংলায় ধর্ষকের ঠাই নাই’, একটা-দুইটা ধর্ষক ধর, ধইরা ধইরা জবাই কর ইত্যাদি স্লোগান দেয়।

মিছিল শেষে নারায়ণগঞ্জ ছাত্রফ্রন্টের সভাপতি সুলতানা আক্তার বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দেওয়া হবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত এই বিষয়ে কোন আইন পাশ না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আন্দোলন চালিয়ে যাবো। পাশাপাশি আমাদের দাবিগুলো মানতে হবে। তারই প্রেক্ষিতে আমরা আগামীকাল আবার সকাল ১১টায় আন্দোলণ করবো।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়