১৬ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৬:০৯, ১০ আগস্ট ২০২১

আপডেট: ১৭:০১, ১০ আগস্ট ২০২১

ধৈর্যশীল শামীম ওসমান

ধৈর্যশীল শামীম ওসমান

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম বলেছেন, ‘আমি কারো বিরুদ্ধে তখনও বলি নাই এখনও বলবো না। তবে একটা কথা বলতে চাই, যারা এই খেলা খেলছেন, আপনারা মৃত্যুকে ভয় করেন। যেই ধর্মের হন না কেন মৃত্যুর শেষে আপনাকে যেতেই হবে। আপনারা যত চেষ্টা করেন না কেন, আমি ধৈর্যশীল আছি।’

মঙ্গলবার (১০ আগস্ট) বেলা ১২টায় মাসদাইরে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় সিটি কবরস্থান পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘প্রতিটি ধর্মের রীতি-নীতি আছে। এই রীতি মেনেই আমাদেরকে কাজ করা উচিত। আমরা মসজিদের সামনে, মসজিদের ভেতরেও কোরবানি দিতে পারি। কিন্তু মন্দিরের ভেতরে কোরবানি দিতে পারি না। আর যে দেয় সে হলো সাম্প্রদায়িক আর সে অসাম্প্রদায়িকতা নষ্ট করতে চায়। এই কাজটি ঠিক এরকমই একটি কাজ। শ্মশানের মাটিগুলো এনে কবরস্থানে দিয়ে দেয়া হয়েছে। যেটা কোনো মানুষ মানতে পারে না। এটা ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা।’

সাংসদ বলেন, ‘আমি তো ভেবেছিলাম নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিইও (প্রধান নির্বাহী কর্মকর্তা) থাকবেন। আমি আইভীর কথা বলবো না কারণ তার মা মারা গেছে, এখানে আসার মানসিক অবস্থা তার আছে বলে আমি মনে করি না। কিন্তু সিইও কোথায় কিংবা নির্বাহী প্রকৌশলী কোথায়? যার তত্ত্বাবধায়নে এ কাজ হয়েছে। যাদের কারণে আজকে বুঝা যাচ্ছে না কার মরদেহ কোনখানে। কোথায় তারা? তাদের তো থাকা উচিত ছিল। অব্যশই এ বিষয়ে তদন্ত হবে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে আমি মনে করি।’

শামীম ওসমান তাঁর বাবা-মা-বড় ভাই ও অন্যান্য স্বজনদের কবর জিয়ারত করেন। পরে তাদের কবরে চাদর চরান। এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. খোকন সাহা, যুগ্ম সম্পাদক শাহ নিজাম, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম শওকত আলী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু, যুবলীগ নেতা এহসানুল নিপু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জুয়েল হোসেন প্রমুখ।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়