২৫ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৮:০৫, ৩ আগস্ট ২০২১

আপডেট: ১৮:০৭, ৩ আগস্ট ২০২১

নকল খাদ্যপণ্য উৎপাদন করায় ৪০ হাজার টাকা জরিমানা

নকল খাদ্যপণ্য উৎপাদন করায় ৪০ হাজার টাকা জরিমানা

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে নকল খাদ্যপণ্য উৎপাদন করার অভিযোগে মেসার্স ওসমান ফুড প্রডাক্টস নামে প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়।

মঙ্গলবার (৩ আগস্ট) উপজেলার ব্রাহ্মন্দী এলাকায় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলা বাজার কর্মকর্তা এর প্রতিনিধি এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সেলিমুজ্জামান জানান, অনুমোদন ছাড়া বিএসটিআই’র স্টিকার ব্যবহার এবং অন্য কোম্পানির নকল মোড়ক ব্যবহার করার অপরাধে আড়াইহাজারের ব্রাহ্মন্দী এলাকার মেসার্স ওসমান ফুড প্রডাক্টসকে জরিমানা করা হয়েছে। এ সময় তাদেরকে অনুমোদন ছাড়া বিএসটিআই’র স্টিকার ব্যবহারের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৪ ধারায় ২০ হাজার এবং অন্য কোম্পানির নকল মোড়ক ব্যবহার করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫০ ধারায় ২০ হাজার টাকা জরিমানাসহ মোট ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়