২৪ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২১:৫৩, ২০ মে ২০২২

আপডেট: ২১:৫৩, ২০ মে ২০২২

নগরীতে গণসংহতি আন্দোলনের প্রতিবাদ সমাবেশ

নগরীতে গণসংহতি আন্দোলনের প্রতিবাদ সমাবেশ

প্রেস নারায়ণগঞ্জ: বিদ্যুৎ, জ্বালানিসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখা৷ শুক্রবার (২০ মে) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে সংগঠনের নেতারা৷

জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী তরিকুল সুজনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন জেলা নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, নারী সংহতির নেত্রী পপী রানী দাস, জেলা কমিটির নেতা আওলাদ হোসেন, নাজমা বেগম, মহানগর কমিটির সাধারণ সম্পাদক মেহদী হাসান উজ্জ্বল, ফতুল্লা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন, কাঁচপুর কমিটির সংগঠক এম এ আসলাম শিকদার প্রমুখ।

বক্তারা বলেন, ‘গত ১১ বছরে ১০ বার বিদ্যুতের মূল্য বাড়িয়েছে শেখ হাসিনা সরকার৷ এদিকে মিটার রিডাররাও জনগণের টাকা মেরে খাচ্ছে। আমরা করোনার সময়ের ভুতুরে বিলের কথা ভুলে যাইনি। এদিকে তেল, লবন, চাল, ডালের দামও বেড়েছে মাত্রারিক্ত৷ শিশুর নাড়ি কাটার ব্লেড থেকে শুরু করে কাফনের সাদা কাপড়ে পর্যন্ত আমরা ট্যাক্স দেই। সে ট্যাক্সের টাকায় চলে বাহাদুরি করে সরকারের আমলা-মন্ত্রীরা৷ এসব সহ্য করবে না জনগণ৷ রুথে দাঁড়াবেই৷ তখন পালানোর পথ পাবেন না৷‘

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সমালোচনায় নেতারা বলেন, ‘জনগণের টাকায় পদ্মাসেতু নির্মাণ করা হয়েছে৷ প্রধানমন্ত্রী সেখান থেকে ফেলে নোবেল বিজয়ী ডা. ইউনুস ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চুবাচ্ছেন। প্রধানমন্ত্রী হিসেবে এটা কোনো রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পরে না। একজন প্রধানমন্ত্রী হিসেবে, তিনি দেশের একজন সাধারণ নাগরিককে এমনভাবে অপমানিত করতে বা এমন দম্ভ ভরা উক্তি করতে পারেন না।’

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়