২৬ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৫:৫৭, ৩ ফেব্রুয়ারি ২০২৩

আপডেট: ১৫:৫৯, ৩ ফেব্রুয়ারি ২০২৩

নতুন শিক্ষা সিলেবাস বাতিলের দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

নতুন শিক্ষা সিলেবাস বাতিলের দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

প্রেস নারায়ণগঞ্জ: নেদারল্যান্ড ও সুইডেনে কোরআন পোড়ানো এবং দেশের পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িক উসকানি, তথ্য ও ইতিতাস বিকৃত করার অভিযোগ তুলে নারায়ণগঞ্জ নগরীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ৷ শুক্রবার (৩ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর নগরীর ডিআইটিতে রেলকলোনী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে সমাবেশ শুরু হয়৷

সংগঠনের জেলা ও মহানগর কমিটির উদ্যোগে আয়োজিত এ সমাবেশের মঞ্চ বঙ্গবন্ধু সড়কের উপর করা হয়৷ সমাবেশে বক্তারা কোরআন অবমাননাকারীদের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ‘আপত্তিকর’ সিলেবাস বাতিল ও পাঠ্যপুস্তকে ভুল তথ্যের সংশোধনের দাবি জানান৷ তারা পাঠ্যপুস্তকে উল্লেখিত মানুষের বিবর্তনবাদের তথ্য তুলে দিতে সরকারের উচ্চ মহলের প্রতি হুঁশিয়ারি দেন৷

ট্রাকের উপর অস্থায়ী মঞ্চে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম৷

নারায়ণগঞ্জ মহানগর কমিটির সভাপতি মুফতি মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, মহানগর কমিটির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, ফতুল্লা থানা কমিটির সভাপতি শফিকুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন মহানগর কমিটির সভাপতি জুবায়ের হোসেন, সাধারণ সম্পাদক আবুল বাশার খান, জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি ওমর ফারুক, সহসভাপতি শ্রমিক আন্দোলন মোস্তফা তালুকদার, জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি আব্দুল হান্নান প্রমুখ৷

সমাবেশে বক্তারা বলেন, ৯০ ভাগ মুসলমানের দেশ এ বাংলাদেশ৷ স্বাধীনতার পরবর্তী সময়গুলোতে পাঠ্যপুস্তকে নবী-রাসূল, খোলাফায়ে রাশেদীনের জীবনী ছিল৷ স্বাধীনতার ৫২ বছর পর সেসব মুছে দেবার পায়তারা চলছে৷ এদেশে হয় বানরের অনুসারীরা থাকবে নাহলে আদমের অনুসারীরা থাকবে৷

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বিতর্কিত সিলেবাস বাতিল করতে হবে৷ বিতর্কিত শিক্ষানীতি বন্ধ করতে হবে৷ ময়দানে রক্ত দেবার প্রয়োজন হলে দেবো৷ কোরআন হাদিস বিরোধী তথ্য পাঠ্যপুস্তকে থাকতে পারবে না৷

প্রধান অতিথি আশরাফুল আলম বলেন, ‘আওয়ামী লীগ নিজের ক্ষতি করছে৷ সরকারকে বলি, দেশের মানুষকে বোকা ভাববেন না৷ এদেশের মানুষ বায়ান্ন, একাত্তর সৃষ্টি করেছে৷ বাঙালির রক্তদানের ইতিহাস৷ গরম হইতে শুরু করেছি৷ এ সিলেবাস বাতিলের আগে ঘরে ফিরবো না৷’

তিনি আরও বলেন, ‘নাস্তিকতা, যৌনতা শিক্ষা পাঠ্যবইয়ে দিলে মানুষ মেনে নেবে না৷ বিবর্তনবাদের নামে মানুষকে বান্দর বানাবেন না৷ তা নাহলে আপনাদের ধ্বংস অনিবার্য৷ ভুলে যাবেন না সিরাজউদ্দোল্লাকে ধ্বংস করেছে মীরজাফর৷ এখন আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য আরেক মীরফজাফর তৈরি হয়েছে৷’

সভাপতির বক্তব্যে মুফতি মাসুম বিল্লাহ বলেন, ‘বাংলাদেশের দুর্নীতিগ্রস্ত সরকার এদেশকে মোদিনীতিতে চালাতে চায়৷ বাংলাদেশকে আওয়ামী লীগের কাছে বিক্রি করে দেয়া হয় নাই৷ কোনো ধর্মের চর্চায় আমাদের বাধা নেই৷ কিন্তু হিন্দু ধর্মের জিনিস মুসলমানের ভেতরে ঢোকানোর চেষ্টা আমরা মেনে নেবো না৷’

বেলা তিনটায় সমাবেশ শেষে নগরীর বঙ্গবন্ধু সড়কে মিছিল করেন ইসলামী আন্দোলনের নেতা ও কর্মী-সমর্থকরা৷ মিছিলটি চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়৷

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়