১৯ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৯:৩৩, ১১ এপ্রিল ২০১৯

নবীণ কবি হ্যাপি আক্তারের দুটি কবিতা

নবীণ কবি হ্যাপি আক্তারের দুটি কবিতা

প্রেস নারায়ণগঞ্জ: হুমায়ূন আজাদ বলেছেন, মানুষ ও কবিতা অবিচ্ছেদ্য। মানুষ থাকলে বুঝতে হবে কবিতা আছে; কবিতা থাকলে বুঝতে হবে মানুষ আছে। প্রেস নারায়ণগঞ্জের পাঠকদের জন্য নবীণ কবি হ্যাপি আক্তারের লেখা ‘বিড়ালের জন্মদিন’ ও ‘ব্যাকুল ব্যর্থতা’ শিরোনামের দুইটি কবিতা প্রকাশিত হলো।

১. বিড়ালের জন্মদিন

বেড়াল ছানার জন্মদিন,

বৃষ্টি নামে খুব।

এলো ইদুর, তেলাপোকাও

ভিজে টুপটুপ।

কেক এনেছে অনেক বড়

হাতির মুখে পানি।

একটু দেখে বুঝে গেল

বেড়ালের বউ রাণী।

গোল চশমা জোড়া ভুরু,

জানালা থেকে নামে

শেয়ালমামা গেটের পাশে,

তাকায় ডানে বামে।

বুলবুলি আর চড়–ই রাঙা

টিকটিকিটাও এলো

চুরি করে পিঁপড়েগুলো,

কেকটা কিছু খেলো।

রকেট চড়ে আসছে দোয়েল,

নামবে বাড়ির ছাদে

সাথে আনা উপহারটা

পড়ে রইল ফাঁদে।

অপেক্ষায় আর একটু বাকি

কেকটা কাটতে হবে।

মোমের বাতি যাবে নিভে

মোমটাই পড়ে রবে।

সব আয়োজন যাচ্ছে ধুয়ে

বেড়াল অনুষ্ঠানে

বিদায় বেলা নাই প্রয়োজন

অন্য কোনো খানে।

 

২. ব্যাকুল-ব্যর্থতা

কেঁদোনা তুমি খুঁজোনা সুখ কভু

রেখোনা দাবি কারো সাথে

লাগে যদি খুব একা তবু

কাটবে দিন এই ধারাপাতে।

কার্নিশ ছুয়ে আছে তোমার বাঁধাই

আর চৌকাঠে দুর্বা কোমল

মেখে আছে ভাবনারা ওই

কার ছোঁয়ায় হয় আঙুল শীতল?

মানে না মিনতি তপ্ত হৃদয় তায়,

ব্যাকুলতায় করো না ফুল চাষ

দেখো না উঁকিতে সাজানো লতায়

যেখানে বিষাক্ত পোকাদের বাস।

হৃদয়ের ক্ষমতা বুঝলে পরে

পৃথিবীটা আরো ছোট হয়

কষ্টেরা সব মুছে গিয়ে

লাগতো জোড়া ভাঙা হৃদয়।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়