২৫ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২২:২৯, ১ ডিসেম্বর ২০২০

না.গঞ্জ কলেজে শুরু হলো সাংস্কৃতিক উৎসব

না.গঞ্জ কলেজে শুরু হলো সাংস্কৃতিক উৎসব

প্রেস নারায়ণগঞ্জ: বিজয়ের ৪৯ বছর পূর্তি ও ৫০ বছরে পদার্পণ উপলক্ষে নারায়ণগঞ্জ কলেজের আয়োজনে ১৬ দিনব্যাপী ভার্চুয়াল সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে। মঙ্গলবার (১ ডিসেম্বর) ফেসবুক লাইভের মাধ্যমে নারায়ণগঞ্জ কলেজ কালচার ক্লাবের পরিবেশনায় শুরু হয়েছে এই উৎসব।

প্রথম দিনে সাংস্কৃতিক উৎসব সঙ্গীত নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে সিয়াম, মিলা, পপি, নজরুল, তানভীর আয়েশা, জয় ও আদিত্য। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ কলেজ সমাজকর্ম বিভাগের প্রভাষক রোজিনা ইয়াসমিন ও খন্ডকালীন প্রভাষক মাহফুজা আক্তার মুক্তা। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজের গভর্নিং বডির সদস্য ফারুক বিন ইউসুফ পাপ্পু।

প্রসঙ্গত, শুক্রবার ছাড়া প্রতিদিন দুপুর দেড়টা থেকে দুটো পর্যন্ত নারায়ণগঞ্জ কলেজের অফিসিয়াল পেজে লাইভের মাধ্যমে সরাসরি সম্প্রচারিত হবে এই সাংস্কৃতিক উৎসব।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়