২৯ মার্চ ২০২৪

প্রকাশিত: ১২:৫২, ৩ মে ২০২১

আপডেট: ২০:৩৬, ৪ মে ২০২১

না'গঞ্জের রাস্তায়-বিপণী বিতানে ভিড় দেখে উদ্বিগ্ন মেয়র আইভী

না'গঞ্জের রাস্তায়-বিপণী বিতানে ভিড় দেখে উদ্বিগ্ন মেয়র আইভী

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে করোনা পরিস্থিতিতেও সড়কে মানুষের আনাগোনা, স্বাস্থবিধি উপেক্ষা, মার্কেটে উপচে পড়া ভিড় দেখে উদ্বেগ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী৷ গতকাল রোববার (২ মে) করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকানোর জন্য ‘চলমান লকডাউন পরিস্থিতি পর্যালোচনা ও ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ’ বিষয়ে এক ভার্চ্যুয়াল সভায় তিনি শঙ্কা প্রকাশ করেন৷ স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ভার্চ্যুয়াল সভায় উপস্থিত ছিলেন ৯ সিটি করপোরেশনের মেয়র, সচিব, পুলিশের আইজিপি, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানরা।

বৈঠক প্রসঙ্গে সিটি করপোরেশনের মেয়র বলেন, ‘আমি বলেছি নারায়ণগঞ্জের চিত্র দেখে ভয় লাগছে। নারায়ণগঞ্জ শহরে প্রচুর মানুষ বসবাস করে। কঠিনভাবে নির্দেশনা না দিলে সামলানো মুশকিল হবে।’ তিনি বলেন, ‘মনে হচ্ছে যেন এই শহরের সব মানুষই রাস্তায় ও বিপণিবিতানে।’

স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে ভার্চ্যুয়াল সভায় ঈদে পোশাকশ্রমিকদের ছুটি না দেওয়ার প্রস্তাব ও পরিবহন খাতকে ক্ষতিপূরণ দেওয়া নিয়ে আলোচনা হয়৷

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়