২৯ মার্চ ২০২৪

প্রকাশিত: ২১:৫৬, ২৫ ফেব্রুয়ারি ২০২১

আপডেট: ২২:০৮, ২৫ ফেব্রুয়ারি ২০২১

না’গঞ্জে উদ্ধার পিকে হালদারের হাজার কোটি টাকার জমির দলিল

না’গঞ্জে উদ্ধার পিকে হালদারের হাজার কোটি টাকার জমির দলিল

প্রেস নারায়ণগঞ্জ: বহুল আলোচিত পিকে হালদারের হাজার কোটি টাকা মূল্যের জমির দলিল নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। রূপগঞ্জ উপজেলার ভুলতার গাউছিয়া মার্কেটের তৃতীয় তলার সুখদা আবাসন প্রকল্পে অভিযান চালিয়ে জমি-প্লট-ফ্ল্যাট-ভবন কেনার শত শত দলিল উদ্ধার করেছে দুদকের উপপরিচালক সালাউদ্দিনের নেতৃত্বাধীন একটি দল। এটি ছিল পিকে হালদারের গোপন গোডাউন।

উদ্ধার করা দলিল পর্যালোচনা করে দুদক জানায়, রাজধানীসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় জমি কিনেছেন আর্থিক কেলেঙ্কারির মূলহোতা পিকে হালদার। এসব দলিল তিনি রূপগঞ্জের এই গোডাউনে লুকিয়ে রেখেছেন বলে খবর ছিল দুদকের কাছে। এসব দলিল মূলে প্রাথমিকভাবে ৭ হাজার ৮০ শতাংশ জমি জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় এক হাজার কোটি টাকা।

দুদক সূত্রে জানা যায়, এসব দলিল পর্যালোচনা করে তদন্ত টিম যেসব জায়গা চিহ্নিত করতে পেরেছে তার একটি তালিকা করা হয়েছে। প্রথম ধাপে রাজধানীর উত্তরায় দশতলা ভবন, ধানমন্ডিতে দুটি ফ্ল্যাট, এছাড়া নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, নরসিংদী শহরে ৭ হাজার ৮০ শতাংশ জমি শনাক্ত করা গেছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় এক হাজার কোটি টাকা। এসব সম্পদ জব্দের নির্দেশনা চেয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতে আবেদন করে দুদক। বিকেলেই আদালত থেকে এসব সম্পদ জব্দের নির্দেশনা আসে।

এর আগে গত বছরের ২৯ ডিসেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫৭৩ দশমিক ৭৬ শতাংশ জমি জব্দ করার সিদ্ধান্ত নেয় দুদক

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়