২৪ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৬:৩৪, ২০ জুন ২০১৯

আপডেট: ১৪:০৭, ২৭ জুন ২০১৯

না’গঞ্জে গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা ১৮৯৫ জন

না’গঞ্জে গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা ১৮৯৫ জন

প্রেস নারায়ণগঞ্জ: না’গঞ্জে গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা রয়েছেন ১৮৯৫ জন। ১৭ জুন সংসদে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এই তথ্য জানান।

বাংলাদেশের কোন জেলায় কতজন গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা রয়েছেন এক প্রশ্নের জবাবে সংসদে তার হিসাব দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। মন্ত্রীর দেয়া তথ্যমতে, নারায়ণগঞ্জ জেলায় এক হাজার ৮৯৫ জন মুক্তিযোদ্ধা রয়েছেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ‘দেশে বর্তমানে ২ লাখ ৩৪ হাজার ৮২৪ জন গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা রয়েছেন। নারায়ণগঞ্জ জেলায় এক হাজার ৮৯৫ জন মুক্তিযোদ্ধা রয়েছেন।

তিনি আরও বলেন, বৈধ মুক্তিযোদ্ধাদের অনুকূলে স্থায়ী অর্থাৎ ডিজিটাল সনদ প্রদানের কার্যক্রম প্রক্রিয়াধীন। অচিরেই দেশব্যাপী একদিনে একযোগে ডিজিটাল সনদ দেয়া হবে।’

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়