২০ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৯:০০, ২৬ জুলাই ২০২০

আপডেট: ১৯:০১, ২৬ জুলাই ২০২০

নারায়ণগঞ্জে অনলাইন শিক্ষা ব্যবস্থা শীর্ষক সেমিনার সোমবার

নারায়ণগঞ্জে অনলাইন শিক্ষা ব্যবস্থা শীর্ষক সেমিনার সোমবার

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সচেতন শিক্ষার্থীদের উদ্যোগে ‘করোনাভাইরাস পরিস্থিততে বর্তমান বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় অনলাইন ভার্চুয়াল শিক্ষা’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় আলী আহম্মদ চুনকা নগর পাঠাগারের এক্সপেরিমেন্টাল হলে এ সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারটির মিডিয়া পার্টনার হিসেবে কাজ করবে অনলাইন নিউজ পোর্টাল `প্রেস নারায়ণগঞ্জ`।

উক্ত সেমনিারে উপস্থিত থাকবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মাহবুবুর রহমান লিটু, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এড. মাহবুবুর রহমান মাসুম, সুপ্রিম কোর্টের আইনজীবী এড. মাহবুবুর রহমান খান, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়।

সেমিনারের অন্যতম আয়োজক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৈয়দা আইরিন সুলতানা বলেন, বর্তমানে করোনাভাইরাসের পরিপ্রেক্ষিতে বন্ধ হয়ে যাওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় ছাত্রছাত্রীদের অনুপস্থিতিতে শিক্ষা কার্যক্রম শুরু করেছে। আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশের সামাজিক বাস্তবতা আর উন্নত বিশ্বের সামাজিক বাস্তবতা ভিন্ন। আমাদের দেশে অনলাইন ক্লাস পরিচালনার জন্য পর্যাপ্ত ডিজিটাল অবকাঠামো এখনো তৈরি হয়নি। সারা বিশ্ব যেখানে আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন, সেখানে তৃতীয় বিশ্বের দেশ হিসেবে আমাদের আর্থসামাজিক বাস্তবতায় এই অনলাইন শিক্ষা কার্যক্রম আর্থিকভাবে কতখানি বহনযোগ্য, তা শঙ্কার দাবি রাখে।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়