১৬ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২০:২৪, ২১ অক্টোবর ২০২০

আপডেট: ২১:০১, ২১ অক্টোবর ২০২০

আলুর বাজারে অভিযান, দুই আড়তদারকে জরিমানা

আলুর বাজারে অভিযান, দুই আড়তদারকে জরিমানা

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে সরকার নির্ধারিত মূল্যের বেশিতে আলু বিক্রি ও মূল্য তালিকা না থাকায় ২ আড়তদারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে ধর্মগঞ্জ ও শহরের দিগুবাবুর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের জরিমানা করা হয়।

সেলিমুজ্জামান জানান, নারায়ণগঞ্জে আলুর মজুদ পরিস্থিতি ও দাম মনিটরিং এর জন্য অভিযান পরিচালনা করা হয়। এ সময় ধর্মগঞ্জের দুইটি কোল্ডস্টোরেজে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মজুদকৃত আলু দ্রুত বাজারে সরবরাহের জন্য কৃষক ও ব্যবসায়ীদের নির্দেশনা দেয়া হয়। পরবর্তীতে শহরের দিগুবাবুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সরকারের নির্ধারিত দামের চেয়ে বেশি দামে আলু বিক্রয় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় এ সময় আড়তদার খাজা গরিবে নেওয়াজকে ১০ হাজার টাকা এবং অপর আড়তদার ভাই ভাই স্টোরেজকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৩৮ ধারায় ১০হাজার টাকা জরিমানা করা হয়।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়