২৮ মার্চ ২০২৪

প্রকাশিত: ০১:০১, ১০ অক্টোবর ২০২০

আপডেট: ১৬:১২, ১০ অক্টোবর ২০২০

নারায়ণগঞ্জে কিশোর গ্যাং: আবারও প্রাণ গেল আরেক কিশোরের

নারায়ণগঞ্জে কিশোর গ্যাং: আবারও প্রাণ গেল আরেক কিশোরের

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দরে দুই কিশোরের মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতেই ফতুল্লায় কিশোর দলের (কিশোর গ্যাং) সংঘর্ষে ছুরিকাঘাতে প্রাণ গেছে আরেক কিশোরের৷ শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ফতুল্লার ইসদাইর বুড়ির দোকান এলাকার এ ঘটনায় দুই কিশোরকে আটক করেছে পুলিশ৷

নিহতের নাম সাকিল হোসেন নাইম৷ নাইম জামালপুর সদরের বেয়রা পলাশতলা গ্রামের মৃত খলিল মিয়ার ছেলে। সে ইসদাইর এলাকার হারাধন বাবুর বাড়িতে ভাড়ায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতো। আটক করা হয়েছে হৃদয়, হাবিব নামে দুই কিশোরকে৷

ঘটনাস্থল থেকে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, দুই কিশোর দলের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে৷ মারামারির ঘটনায় একজন নিহত হয়েছে৷ আহত হয়েছে আরও কয়েকজন৷ স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত বলতে পারবেন বলে জানান এসআই মিজানুর৷

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের কয়েকজন জানান, ইসদাইর বুড়ির দোকান নামে পরিচিত এই এলাকায় একাধিক কিশোর দল তৎপর৷ প্রায় সময়ই তাদের মধ্যে মারামারি, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে৷ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মহড়া দিতেও দেখা যায় কিশোর দলের সদস্যদের৷ একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে সেখানে৷ দীর্ঘদিনের বড় ভাই, ছোট ভাই সম্বোধন, মাদক ক্রয়-বিক্রয়, এলাকায় প্রভাব বিস্তার নিয়ে বিরোধের জের ধরে শুক্রবার রাতে সংঘর্ষের ঘটনা ঘটে৷

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে৷ দুই পক্ষের মারামারির ঘটনায় আটক হৃদয় ছুরিকাঘাত করে নাইমকে৷ এ ঘটনায় মামলা ও অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে৷

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়