২৫ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২৩:১১, ২৬ জুন ২০২২

আপডেট: ২৩:১৩, ২৬ জুন ২০২২

নারায়ণগঞ্জ ক্লাব মার্কেটে আগুন

নারায়ণগঞ্জ ক্লাব মার্কেটে আগুন

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ ক্লাব মার্কেটের নিচতলার একটি দোকানে অগ্নিকান্ডের ঘটনায় বেশ কয়েকটি টিভি ও ফ্রিজ পুড়ে গেছে৷ রোববার (২৬ জুন) দুপুর সোয়া তিনটার দিকে ন্যাশনাল ইলেক্ট্রনিক্স নামে দোকানে আগুন লাগে৷ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভাতে কাজ করে৷

প্রত্যক্ষদর্শী নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের নিরাপত্তার দায়িত্বে থাকা সহকারী সুপারভাইজার রুহুল আমিন জানান, সোয়া তিনটার দিকে দোকানটিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে৷ মুহুর্তেই ধোয়ার কুন্ডলী চারদিকে ছড়িয়ে পড়ে৷ তবে আগুন একটি দোকানেই সীমাবদ্ধ ছিল৷ পার্শ্ববর্তী দোকানগুলোতে আগুন ছড়ায়নি৷

অগ্নিকান্ডের সময় দোকানের ভেতরে ৩-৪ জন কর্মচারী কাজ দুপুরের খাবার খাচ্ছিলেন৷ তাদের ভাষ্যমতে, দোকানের ভেতরে প্রথমে একটি চলমান সিলিং ফ্যান বিস্ফোরিত হয়৷ পরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে জানান রুহুল আমিন৷

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, দোকানে বেশ কিছু ইলেকট্রনিক্সের মালামাল পুড়ে যায়। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষনিকভাবে জানা যায়নি। আমরা প্রাথমিক ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে হতে পারে।  খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানো হয়েছে।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক মো. মামুন জানান, তার দোকানে বিক্রির জন্য থাকা ওয়ালটন ও মার্সেল কোম্পানির সবগুলো ফ্রিজ ও এলইডি টিভি পুড়ে গেছে৷ এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে তার৷

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়