২০ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৯:৪৫, ১৯ জানুয়ারি ২০২১

আপডেট: ১৮:০০, ২০ জানুয়ারি ২০২১

নারায়ণগঞ্জকে যানজটমুক্ত করতে হবে ত্রিমুখী ফ্লাইওভার

নারায়ণগঞ্জকে যানজটমুক্ত করতে হবে ত্রিমুখী ফ্লাইওভার

প্রেস নারায়ণগঞ্জ: ঢাকা ও চট্টগ্রাম মহাসড়কের সাথে নারায়ণগঞ্জকে যুক্ত করে আধুনিক ত্রিমুখী ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা করছে সরকার। ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে এ ব্যাপারে চূড়ান্ত প্রস্তাবনা পাঠানোর প্রক্রিয়া প্রায় শেষের দিকে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে সদর উপজেলা অডিটোরিয়ামে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের সাথে মতবিনিময়কালে এ কথা জানান তিনি। এই ফ্লাইওভার হলে নারায়ণগঞ্জের যানজট অনেকটা কমে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

ডিসি আরও জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে একনেকে সভায় প্রস্তাবিত ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাজধানীর যাত্রবাড়ি ও বিপরীত দিকে চট্টগ্রাম পর্যন্ত মহাসড়কটি ৩০০ ফুটে উন্নীত ও প্রশস্ত করার কাজ চলছে।

মোস্তাইন বিল্লাহ বলেন, নারায়ণগঞ্জের যানজট দূর করতে সাইনবোর্ড থেকে এই মহাসড়কের দুই পাশে যাত্রাবাড়ি হানিফ ফ্লাইওভার পর্যন্ত এবং বিপরীত পাশে শিমরাইল পর্যন্ত সংযুক্ত করে ত্রিমুখী নতুন ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই ফ্লাইওভার নির্মাণ করা হলে নারায়ণগঞ্জবাসী যানজট থেকে রেহাই পাবে। একই সাথে মহাসড়কেও কোন যানজট থাকবে না। এই প্রকল্পের পাশাপাশি জেলায় সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ব্যাপারেও প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানান জেলা প্রশাসক।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়