২০ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৬:১৬, ২ ফেব্রুয়ারি ২০২৩

আপডেট: ১৬:৩২, ২ ফেব্রুয়ারি ২০২৩

নারায়ণগঞ্জকে ‘স্মার্ট সিটি’ হিসেবে গড়তে চাই: প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জকে ‘স্মার্ট সিটি’ হিসেবে গড়তে চাই: প্রধানমন্ত্রী

প্রেস নারায়ণগঞ্জ: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, ‘নারায়ণগঞ্জের সাথে অন্যান্য জেলার সাথে যাতে সংযোগ হয় সেইজন্য কাজ করছি। নারায়ণগঞ্জ-ঢাকা লিংক রোড ছয়লেনে উন্নীত করে দিচ্ছি। কিছুদিন আগে শীতলক্ষ্যা নদীর উপর ১ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ সেতুর উদ্বোধন করেছি। রূপগঞ্জে নতুন শহর পূর্বাচল হিসেবে গড়ে তুলেছি। পূর্বাচল আসলে একটা স্মার্ট সিটি হবে। নারায়ণগঞ্জ জেলাকেই আসলে আমরা স্মার্ট সিটি হিসেবে গড়তে চাই।’

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে দেশের প্রথম পাতালরেলের নির্মাণকাজের উদ্বোধন উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে আয়োজিত অনুষ্ঠানে তিনি এইসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘নারায়ণগঞ্জ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জেলা। কাজেই এইখানে আমাদের অনেকগুলো কাজ হচ্ছে। তিনটি ফাস্ট ট্র্যাক প্রকল্পসহ ছোট-বড় ৪৬টি উন্নয়ন প্রকল্প নারায়ণগঞ্জে বাস্তবায়ন করা হচ্ছে। নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্পেশাল ইকোনোমিক জোন করা হয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় আরেকটি মাইলফলক স্থাপিত হলো। কিছুক্ষণ আগে আমরা পাতালরেলের কাজের উদ্বোধন করলাম।’

তিনি বলেন, ‘বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ। এমআরটি লাইন-১ সহ নারায়ণগঞ্জের উপর দিয়ে তিনটি মেট্রোরেল লাইন করার পরিকল্পনা রয়েছে। বাকি দু’টি হচ্ছে- এমআরটি লাইন-২ ও এমআরটি লাইন-৪। নারায়ণগঞ্জ কিন্তু সব জায়গায় আছে। এমআরটি লাইন-২ গাবতলী থেকে নিউ মার্কেট, গুলিস্তান, কমলাপুর, সাইনবোর্ড হয়ে নারায়ণগঞ্জ জেলা সদর পর্যন্ত নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। এমআরটি লাইন-৪ কমলাপুর থেকে সাইনবোর্ড হয়ে নারায়ণগঞ্জ জেলার মদনপুর পর্যন্ত এটা নির্মাণ করা হবে। এগুলোর এখনও ফিজিবিলিটি স্টাডি করা হচ্ছে। পর্যবেক্ষণ করে আমাদের জানালে আমরা নির্মাণ কাজ শুরু করবো।’

এই সময় আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), প্রতিমন্ত্রীর পদমর্যাদাপ্রাপ্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রওশন আরা মান্নান, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা প্রমুখ।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়