২০ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১২:২১, ২৮ অক্টোবর ২০২০

নারায়ণগঞ্জে আরও ৯ জনের করোনা শনাক্ত

নারায়ণগঞ্জে আরও ৯ জনের করোনা শনাক্ত

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৯ জন। এই নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ৭ হাজার ১১৩ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত মারা গেছেন ১৪৫ জন।

বুধবার (২৮ অক্টোবর) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য জানা যায়। নতুন করে সিটি কর্পোরেশন এলাকায় ৮ জন ও সদরে ১ জন আক্রান্ত হয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৭৮ জন ও আক্রান্ত ২ হাজার ৫৯৫ জন। অন্যদিকে সদর উপজেলায় মারা গেছেন ২৫ জন ও আক্রান্ত ১ হাজার ৬০১ জন। বন্দর উপজেলায় আক্রান্তের সংখ্যা ৩২২ ও মারা গেছেন ৪ জন। এছাড়া আড়াইহাজারে আক্রান্ত ৬২১ ও মারা গেছেন ৪ জন, সোনারগাঁয়ে আক্রান্ত ৬৩৭ ও মারা গেছেন ২২ জন এবং রূপগঞ্জে মারা গেছেন ১২ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৩৭ জন।

জেলায় এই পর্যন্ত মোট ৪৯ হাজার ২১৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬৮ জনের।

করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে ফিরেছেন মোট ৬ হাজার ৭৭৭ জন। তার মধ্যে সিটি কর্পোরেশন এলাকার ২ হাজার ৪২৮ জন, সদর উপজেলার ১ হাজার ৫৪০ জন, রূপগঞ্জের ১ হাজার ২৯৯ জন ও আড়াইহাজারের ৬০৪ জন, বন্দরের ৩০৪ ও সোনারগাঁয়ের ৬০২ জন।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়