১৯ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২১:৫৭, ২৮ নভেম্বর ২০২০

নারায়ণগঞ্জে উই মিটআপে নারী উদ্যোক্তাদের মিলনমেলা

নারায়ণগঞ্জে উই মিটআপে নারী উদ্যোক্তাদের মিলনমেলা

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে উদ্যোক্তাদের অনলাইন প্ল্যাটফর্ম উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই) এর গ্রান্ড মিটআপ অনুষ্ঠিত হয়েছে৷ শনিবার (২৮ নভেম্বর) বিকেলে শহরের ভাষা সৈনিক সড়কে ব্লু পিয়ার রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়েছে৷

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উইমেন এন্ড ই-কমার্স ফোরামের প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা৷ আরও উপস্থিত ছিলেন ফোরামের উপদেষ্টা কবির শাকিব, নির্বাহী সদস্য লিমা কবির, চাল-ডালের পরিচালক নারী উদ্যোক্তা ইসরাত জাহান৷ উইয়ের সাথে সম্পৃক্ত নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন নারী উদ্যোক্তা মিটআপ আয়োজনে অংশ নেন৷ নারায়ণগঞ্জের নারী উদ্যোক্তাদের মিলনমেলায় পরিণত হয়৷ পরিচয় পর্বে তারা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন৷

প্রধান অতিথি নাসিমা আক্তার বলেন, ২০১৮ সালের অক্টোবরে নারী উদ্যোক্তাদের জন্য অনলাইন প্ল্যাটফর্ম উইমেন এন্ড ই-কমার্স ফোরামের যাত্রা শুরু হয়৷ সংক্ষেপে এটি উই নামে পরিচিতি পায়৷ দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্যোক্তারা যুক্ত হন উইয়ের সাথে৷ বর্তমানে এই প্ল্যাটফর্মে যুক্ত আছেন এক মিলিয়নেরও বেশি উদ্যোক্তা৷ দেশীয় বিভিন্ন পণ্য বেচাকেনা চলে উইতে৷ দেশের গন্ডি পেরিয়ে পাশ্ববর্তী দেশ ভারতেও পণ্য রপ্তানি করেন উদ্যোক্তারা৷

উদ্যোক্তাদের উদ্দেশ্যে কবির শাকিব বলেন, ‘আপনাদের পাশে থেকে আপনাদের কাজ এগিয়ে নিতে চাই৷ ট্রেড লাইসেন্স, বিএসটিআই অনুমোদন বিভিন্ন প্রক্রিয়া কীভাবে সহজ করা যায় সেটা নিয়ে ভাবছে উপদেষ্টা প্যানেল৷ একজন আরেকজনের প্রতিযোগী না সহযোগী হয়ে কাজ করবেন৷ দেশীয় পণ্য কেবল দেশের প্রতিটি জেলায় নয়, সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে চাই৷’

অনুষ্ঠানের ব্যানারে প্রধান অতিথি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও বিশেষ অতিথি জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনের নাম থাকলেও তারা উপস্থিত হননি৷ আয়োজকরা জানান, ব্যস্ততার কারণে তারা উপস্থিত হতে পারেননি৷

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়