১৮ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২০:৪২, ৮ মে ২০২১

আপডেট: ১২:১১, ৯ মে ২০২১

নারায়ণগঞ্জে এবার ৮ হাজার ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে

নারায়ণগঞ্জে এবার ৮ হাজার ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে

প্রেস নারায়ণগঞ্জ: জেলা ইসলামিক ফাউন্ডেশনের তথ্যানুযায়ী স্বাস্থ্যবিধি মেনে এবার নারায়ণগঞ্জে ৮ হাজার ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। জেলার ৪ হাজার ১০৫টি মসজিদে এই ঈদ জামাত হবে। করোনার কারণে এবার ঈদুল ফিতরের জামাত ঈদগাহে বা খোলা ময়দানে অনুষ্ঠিত হবে না।

শনিবার (৮ মে) জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক জাকির হোসাইন এ তথ্য জানান।

জাকির হোসাইন জানান, নারায়ণগঞ্জ জেলায় এবার আমাদের তালিকা অনুযায়ী মসজিদ রয়েছে ৪ হাজার ১০৫টি। এবার কোনো কেন্দ্রীয় ঈদের জামাত বা ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে না। মসজিদে জায়গার সংকুলান না হলে দুই বা তার অধিক জামাত অনুষ্ঠিত হবে। আমাদের হিসেব অনুযায়ী জেলাটিতে এবার প্রায় ৮ হাজার ঈদ জামাত অনুষ্ঠিত হবে। যেহেতু করোনার সংক্রামণ এখন বেশি তাই এবারো গত বছরের মতো কোনো খোলা ময়দান বা ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে না। আর তাই কোনো কেন্দ্রীয় জামাত অনুষ্ঠিত হবে না। প্রতিটি মসজিদেই সামাজিক দূরত্ব রজায় রেখে নামাজ অনুষ্ঠিত হবে।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়