২৪ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২১:৪৬, ১৭ এপ্রিল ২০২১

নারায়ণগঞ্জে করোনার টিকা নিতে কেন্দ্রগুলোতে ভিড়

নারায়ণগঞ্জে করোনার টিকা নিতে কেন্দ্রগুলোতে ভিড়

প্রেস নারায়ণগঞ্জ: একদিকে করোনার সংক্রমণ বাড়ছে অন্যদিকে জেলার টিকাদান কেন্দ্রগুলোতে বেড়েছে টিকাগ্রহীতাদের ভিড়। শনিবার (১৭ এপ্রিল) সকাল থেকে নগরীর ১০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ও নারায়ণগঞ্জ ৩শ’ শয্যাবিশিষ্ট করোনা ডেডিকেটেড হাসপাতালে দেখা গেছে টিকাগ্রহীতাদের উপচে পড়া ভিড়।

গ্রীষ্মের তপ্ত গরমে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে টিকা নিয়েছেন তারা। লাইনে দাঁড়ানোর সময় সামাজিক দূরত্বের বালাই ছিল না। এতে বেড়েছে সংক্রমিত হওয়ার ঝুঁকি। শনিবার সারাদিনে জেলার ছয়টি কেন্দ্রে ৫২৮০ জন করোনার কোভিশিল্ড টিকা গ্রহণ করেছেন। অধিকাংশই টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন।

নারায়ণগঞ্জ ৩শ’ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাশার জানান, বাংলা নববর্ষের প্রথম দিন ও শুক্রবার দুইদিন সরকারি ছুটি থাকায় টিকাগ্রহীতার চাপ বেড়েছে। করোনা টিকার দ্বিতীয় ডোজ নিতে ম্যাসেজপ্রাপ্ত ব্যক্তিরা সবাই একসাথে এসে হুমড়ি খেয়ে পড়েছেন।

করোনা ফোকাল পারসন ডা. জাহিদুল ইসলাম জানান, এখন পর্যন্ত ১ লাখ ৩১ হাজার ২৩৬ ডোজ টিকা প্রদান হয়েছে জেলার ছয়টি কেন্দ্রে। ১ লাখ ২৬ হাজার ১৭৭ জন টিকার প্রথম ডোজ নিয়েছেন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৯ হাজার ৮৭৮ জন।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়