১৯ মার্চ ২০২৪

প্রকাশিত: ১৬:২০, ২৪ অক্টোবর ২০২০

আপডেট: ১৪:০৫, ২৫ অক্টোবর ২০২০

নারায়ণগঞ্জে কুমারী পূজা, দেবীরূপে শিশু কথা (ভিডিওসহ)

নারায়ণগঞ্জে কুমারী পূজা, দেবীরূপে শিশু কথা (ভিডিওসহ)

প্রেস নারায়ণগঞ্জ: করোনা পরিস্থিতির কারণে প্রতিবছরের মতো এবার আর কুমারী পূজার আয়োজন করেনি নারায়ণগঞ্জের রামকৃষ্ণ মিশন মন্দির কমিটি৷ তবে জেলা শহরের ব্যস্ততম পাইকারি বাজার নিতাইগঞ্জের জমিদারী কাচারিগলিতে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা৷ শনিবার (২৪ অক্টোবর) পূবালী গ্রুপ অব ইন্ডাষ্ট্রির উদ্যোগে এবারের পূজায় কুমারীর আসনে বসেছে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী কথা আচার্য পূর্ণলক্ষী৷

দুপুর সাড়ে ১২টায় পূবালী গ্রুপ অব ইন্ডাষ্ট্রির সত্ত্বাধিকারী পরিতোষ কান্তি সাহার বাসভবনে কুমারী পূজা শুরু হয়৷ পূজা শেষে দুপুর দেড়টায় অঞ্জলি ও প্রসাদ বিতরণ করা হয়৷ এবার ৮ম বর্ষের কুমারী মাতা ‘কুব্জিকা’ নামে পূজিত হয়েছেন কথা আচার্য পূর্ণলক্ষী৷ সে শহরের নতুন পালপাড়া এলাকার কৃষ্ণ আচার্য ও ঝুমুর আচার্য দম্পত্তির মেয়ে৷

মেয়ে কুমারী দেবী মাতা হিসেবে পূজিত হওয়াতে আনন্দিত কথা আচার্যের বাবা-মা৷ তার বাবা কৃষ্ণ আচার্য বলেন, সারাদেশে করোনা মহামারী চলছে৷ এই মহামারী থেকে রক্ষা করতে আমার মেয়ে কুমারী মা হিসেবে আবির্ভূত হয়েছে৷ আমি এতে খুবই আনন্দিত৷ সারা বিশ্বের সকল প্রাণী সুখে-শান্তিতে থাকুক এই কামনা করি৷

এদিকে কুমারী পূজার আয়োজক পূবালী গ্রপের পরিচালক জয় কে সাহা বলেন, অষ্টমী তিথিতে সকাল থেকে পূজা হয়েছে৷ পাশাপাশি কুমারী পূজাও হয়েছে৷ করোনা পরিস্থিতির কারণে এই আয়োজন সীমিত করা হয়েছে৷ অন্যান্যবারের মতো সর্বসাধারণ এই পূজাতে অংশ নিতে পারেননি৷ তবে ফেসবুকে আমরা কুমারী পূজা সরাসরি সম্প্রচার করা হয়েছে৷ সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে তাদের বাড়িতে ১৩তম দুর্গোৎসব চলছে বলে দাবি জয় কে সাহার৷

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়