২৯ মার্চ ২০২৪

প্রকাশিত: ২০:২৫, ১৭ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ২০:২৮, ১৭ সেপ্টেম্বর ২০২২

‘নারায়ণগঞ্জে খেলা হবে মার্কা সন্ত্রাসের রাজনীতি’

‘নারায়ণগঞ্জে খেলা হবে মার্কা সন্ত্রাসের রাজনীতি’

প্রেস নারায়ণগঞ্জ: জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, ‘নারায়ণগঞ্জ অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা। সামনের নির্বাচনে এই কমিটির অনেক বড় অবদান রাখতে হবে। আজকে খেলা হবে মার্কা সন্ত্রাসের রাজনীতিতে নারায়ণগঞ্জ ছেয়ে গেছে। এই সন্ত্রাসের রাজনীতি থেকে নারায়ণগঞ্জকে বের করে আনতে হবে। সন্ত্রাসের রাজনীতি থেকে মুক্ত করে নারায়ণগঞ্জবাসীর প্রাপ্য আমরা দিতে চাই। প্রকাশ্যে সন্ত্রাস আমরা বন্ধ করবো।’

শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় একটি রেস্তোরায় এনডিএম’র প্রথম জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘এই সন্ত্রাস পুরো দেশে যেন চলতে থাকে সেই ব্যবস্থা করবার জন্য সরকার বা সরকারি দল তাদের কোন ব্যবস্থা বাকি রাখেনি। নারায়ণগঞ্জে সরকারি দলের বড় নেতা যখন বলেন, খেলা হবে, তখন আমাদের মনে প্রশ্ন জাগে, খেলা হবে কি রাজনীতির জন্য বলছেন নাকি অন্যকিছুর জন্য?’

ববি হাজ্জাজ বলেন, ‘রাজনৈতিক দল আওয়ামী লীগ আজ বিলুপ্ত। সন্ত্রাসের মাধ্যমে টিকে আছে আওয়ামী লীগ সরকার। নারায়ণগঞ্জে সেই সন্ত্রাসের ডাক দিচ্ছেন আওয়ামী লীগের বড় একজন নেতা।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলটির চেয়ারম্যান বলেন, ‘এই সরকার সঠিক নির্বাচন দিবে বিশ্বাস হয় না। এই নির্বাচন কমিশনের অধীনে পুরোপুরি একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে আমি বিশ্বাস করি না। কমিশনের কাছে চাইবো, ন্যূনতম স্বচ্ছতা এই নির্বাচনে যেন থাকে। মানুষের কাছে যেন প্রতিটি রাজনৈতিক দল যেতে পারে। এতটুকুও যদি তারা করতে পারে তাহলেও নির্বাচনে আমরা যাবো।’

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়