২৮ মার্চ ২০২৪

প্রকাশিত: ২০:৪৯, ২৯ আগস্ট ২০২০

নারায়ণগঞ্জে ঘরোয়া মিলাদের মাধ্যমে পালিত হবে আশুরা

নারায়ণগঞ্জে ঘরোয়া মিলাদের মাধ্যমে পালিত হবে আশুরা

প্রেস নারায়ণগঞ্জ: প্রতি বছর পবিত্র আশুরা উপলক্ষে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় থেকে বের হয় তাজিয়া মিছিল। আয়োজন করা হয় ওয়াজ মাহফিলের। তবে এ বছর এসবের কোনোটাই হচ্ছে না। করোনাভাইরাস পরিস্থিতির কারণে এ বছর নারায়ণগঞ্জে হবে না তাজিয়া মিছিল ও ওয়াজ-মাহফিল। প্রশাসনের পক্ষ থেকেও রয়েছে নিষেধাজ্ঞা। মসজিদ ও ঘরোয়াভাবে মিলাদের মাধ্যমেই এবারের মহররম পালিত হবে।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা পরিদর্শক ইকবাল হোসেন জানান, ‘করোনার প্রথম থেকে করোনার নারায়ণগঞ্জ হটস্পট ছিল। তবে বর্তমানে নারায়ণগঞ্জ এ অবস্থা থেকে বেরিয়ে এসছে। তাই আমাদের আরো বেশি সাবধান থাকতে হবে। তাই এ বছর জেলায় তাজিয়া মিছিল ও ওয়াজ-মাহফিলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।’

জেলা পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে এ বছর ঘরোয়া পরিবেশে পবিত্র আশুরার সকল কার্যক্রম পালনের নির্দেশনা দেয়া হয়েছে। তবে কোনো রকম জনসমাগম করা যাবে না। এ লক্ষে আমাদের জেলায় ৫০২ জনকে নিয়োগ করা হয়েছে।’

প্রতি বছর নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের র‌্যালি বাগান এলাকায় থেকে আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল বের হয়। মিছিলটি সারা শহর ঘুরে। তবে করোনার কারণে এবার তাজিয়া মিছিলের কোন আয়োজন নেই বলে জানালেন ওই এলাকার বাসিন্দা ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জিএম আরমান। তিনি বলেন, প্রতি বছর ১৫ নম্বর ওয়ার্ডের র‌্যালি বাগান এলাকা থেকে একটি মিছিল বের হয়। তবে এবার করোনার কারণে সেটা হবে না। তবে মসজিদগুলোতে মিলাদের আয়োজন রয়েছে।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়