২৬ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২৩:০৮, ৮ নভেম্বর ২০২২

আপডেট: ২৩:১০, ৮ নভেম্বর ২০২২

নারায়ণগঞ্জে দাফন হলো বুয়েট ছাত্র ফারদিনের

নারায়ণগঞ্জে দাফন হলো বুয়েট ছাত্র ফারদিনের

প্রেস নারায়ণগঞ্জ: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশের মরদেহ দাফন করা হয়েছে নারায়ণগঞ্জ সদর উপজেলার দেলপাড়া কেন্দ্রীয় কবরস্থানে৷ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় লাশবাহী অ্যাম্বুলেন্স কবরস্থানের সামনে এসে থামে৷ সন্ধ্যা সাড়ে ছয়টায় তার মরদেহ কবরে নামানো হয়৷

এ সময় নিহত ফারদিন নূরের পরিবারের লোকজন ও বুয়েটের সহপাঠীরা উপস্থিত ছিলেন৷ দাফনের সময় কবরস্থানে স্বজন ও সহপাঠীদের কান্নায় বিষাদের পরিবেশ তৈরি হয়৷

তিনদিন নিখোঁজ থাকার পর গত সোমবার বিকেলে নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ৷ ফারদিন বুয়েটের পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিল৷ বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাবের যুগ্ম সম্পাদক ছিলেন তিনি৷

ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বেলা পৌনে একটায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে স্বজনদের কাছে ফারদিনের মরদেহ হস্তান্তর করে নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশ৷ বাদ জোহর বুয়েট ক্যাম্পাসে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়৷ বাদ আছর ডেমরার কোনাবাড়ি এলাকায় দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়৷ সেখান থেকে মরদেহ আনা হয় তাদের পৈত্রিক নিবাস দেলপাড়া এলাকায়৷ এই এলাকার কেন্দ্রীয় কবরস্থানে তাকে সমাহিত করা হয়৷

এদিকে সকালে ময়নাতদন্ত শেষে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শেখ ফরহাদ জানান, ফারদিন নূর হত্যাকান্ডের শিকার হয়েছেন৷

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়