১৯ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২০:২৭, ১ মার্চ ২০২১

আপডেট: ১২:১২, ২ মার্চ ২০২১

নারায়ণগঞ্জে পুলিশ মেমোরিয়াল ডে অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে পুলিশ মেমোরিয়াল ডে অনুষ্ঠিত

প্রেস নারায়ণগঞ্জ: কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গ করা পুলিশ সদস্যদের স্মরণে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে নারায়ণগঞ্জে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ মার্চ) জেলা পুলিশ লাইনসে আয়োজিত এ অনুষ্ঠানে নিহত পুলিশ সদস্যদের পরিবারের লোকজনকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক।

বেলা ১১টায় অনুষ্ঠানের শুরুতে অস্থায়ী স্মৃতিস্তম্ভে নিহত পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে তাদের স্মৃতিতে আয়োজিত আলোচনা সভায় জেলা পুলিশ সুপার জায়েদুল আলমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, করোনাকালে পুলিশের অনন্য অবদান রয়েছে। পুলিশ, র‌্যাব, ডাক্তারসহ সম্মুখসারির যোদ্ধাদের কারণে আমরা নিরাপদে ছিলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষতার কারণে এই নারায়ণগঞ্জ তথা বাংলাদেশে করোনার সংক্রমন রোধে সক্ষম হয়েছে।

অতিথিদের বক্তব্য শেষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী জেলা পুলিশের ৪ সদস্য কনস্টেবল ইসমাঈল হোসেন, জাকির হোসেন, আবু হোসেন, রনি আহম্মেদের পরিবারের মাঝে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। রনি আহম্মেদের পরিবারকে ডিআইজি হাবিবুর রহমানের পক্ষ থেকে ৫০ হাজার টাকা প্রদান করা হয়।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়