২৬ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২৩:০৫, ২৭ ফেব্রুয়ারি ২০২১

নারায়ণগঞ্জে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স

নারায়ণগঞ্জে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে মাসিক পুলিশ ও ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলা জজ আদালতের কনফারেন্স রুমে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফারহানা ফেরদৌসের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার জায়েদুল আলম, জেলা আদালতের পিপি অ্যাড. ওয়াজেদ আলী খোকন, জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, পিবিআই’র পুলিশ সুপার মনিরুল ইসলাম, জেলা আদালতের কোর্ট পুলিশের ইন্সপেক্টর মো.আসাদুজ্জামান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড.মাহবুবুর রহমান প্রমুখ।

কনফারেন্সে বক্তারা বলেন, পুলিশসহ অংশীদারী সকল প্রতিষ্ঠানের সঙ্গে ম্যাজিস্ট্রেটগণের সেতুবন্ধন সৃষ্টি করে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স। অংশগ্রহণকারী সংশ্লিষ্ট সকলের পারস্পরিক আলাপ-আলোচনার মাধ্যমে প্রতিবন্ধকতা দূর হবে। বিচার বিভাগের সকল অংশীদারদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে মানুষের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করা সহজ হবে।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়