২৬ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৮:১৫, ১৫ নভেম্বর ২০১৯

নারায়ণগঞ্জে পেঁয়াজের কেজি ২৪০ টাকা

নারায়ণগঞ্জে পেঁয়াজের কেজি ২৪০ টাকা

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে ১৪০ টাকা। গত সপ্তাহে ১০০ টাকা দরে বিক্রি হলেও এ সপ্তাহে তা ২৪০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজ দরের এমন উর্ধ্বগতিতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। পেঁয়াজের এমন উর্ধ্বগতির জন্য বাজারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মনিটনিংয়ের অভাবে ও অধিক মুনাফা লাভের আশায় অসাধু কিছু ব্যবসায়ী দায়ী করছেন অনেকে।

শুক্রবার (১৫ নভেম্বর) সকালে আড়াইহাজার উপজেলার বিভিন্ন স্থানীয় বাজারে সরেজমিনে দেখা যায়, মাত্র কিছু দিনের ব্যবধানেই পেয়াজের মূল্য এতটা বৃদ্ধি পেয়েছে। স্থানীয় প্রায় প্রতিটি বাজারেই ২৪০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। যা গত সপ্তাহে ছিল ১০০ টাকা। নারায়ণগঞ্জ শহরসহ অন্যান্য উপজেলার বাজারগুলোতেও একই অবস্থা। মাত্র তিনদিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে ১০০ টাকারও বেশি।

বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, পেঁয়াজের সরবরাহ কম থাকায় প্রতিদিনই কেজি প্রতি ১০ থেকে ২০ টাকা করে দাম বৃদ্ধি পাচ্ছে। গত শুক্রবার ছিল কেজি প্রতি ১০০ টাকা। এক সপ্তাহের ব্যবধানে তা বিক্রি হচ্ছে ২৪০ টাকায়। শুক্রবার আড়াইহাজার পৌরসভা বাজারে ঘুরে দেখা গেছে, দেশী পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৪০টাকা। আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ২২০ টাকায়।

বাজারে পেঁয়াজ কিনতে আসা বিল্লাল হোসেন বলেন, ‘আমার বয়স ষাটের উর্ধ্বে। আমার জীবনে কোনো দিন দেখিনি পেঁয়াজ ২৪০ টাকা কেজি দরে বিক্রি হতে। এ বছর দাম বৃদ্ধি পাওয়ায় পেঁয়াজ খাওয়া কমিয়ে দিয়েছিলাম। কিন্তু আজ বাজারে এসে যে দাম শুনলাম তাতে আর কেনা হল না। এমনভাবে চলতে থাকলে পেঁয়াজ খাওয়া ছেড়ে দিতে হবে।’

স্থানীয় দক্ষিণপাড়া এলাকার ক্রেতা নুরুজ্জামান বলেন, ‘মাসে তার পরিবারে ১৫ কেজি পেঁয়াজ লাগে। দাম নাগালের বাইরে চলে যাওয়ায় তিনি এ মাসে মাত্র ৫ কেজি কিনেছি। আসলে আমাদের দেশের বাজার মনিটরিং বলতে কিছুই নাই। থাকলে আজ আমাদের এই অবস্থায় পড়তে হতো না। এছাড়া অসাধু ব্যবসায়ীরা তো আছেনই। দেশবাসীকে মেরে নিজেরা লাভবান হচ্ছেন।’

এদিকে ব্যবসায়ীরা বলছেন, আড়ত থেকে বেশি দামে কিনতে হচ্ছে। তাই বেশি না রেখে উপায় নেই তাদের। তবে পেঁয়াজের এই উর্ধ্বগতি সহসাই নিচে নামবে না বলেও মন্তব্য করেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ী আল-আমিন বলেন, ‘আড়ত থেকে দেশীয় পেঁয়াজ কিনতে হচ্ছে প্রতি কেজি ২৩০ টাকা। আমদানি করা পেঁয়াজ ২১০ টাকা। আমরা দেশী পেঁয়াজ বিক্রি করছি ২৪০ টাকায়। আমদানিকৃত পেয়াঁজ ২২০টাকায়।’

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়