২৩ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২১:৫৩, ১৫ অক্টোবর ২০২১

আপডেট: ২১:৫৫, ১৫ অক্টোবর ২০২১

নারায়ণগঞ্জে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

নারায়ণগঞ্জে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজার সমাপ্তি হয়েছে৷ শুক্রবার (১৫ অক্টোবর) বিজয়া দশমীতে জেলার বিভিন্ন মন্দির ও পূজামন্ডপে সকাল থেকেই হিন্দু সম্প্রদায়ের লোকজনকে পূজার নানা আচার ও দুর্গাপূজায় চিরাচরিত উৎসব পালন করতে দেখা গেছে। বিকেল থেকে শুরু হয় প্রতিমা বিসর্জন৷

নারায়ণগঞ্জে শান্তিপূর্ণভাবে এবং উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন দিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা৷ জেলা প্রশাসনের সহযোগিতায় বিকেল সাড়ে পাঁচটা থেকে নগরীর চারারগোপ এলাকায় শীতলক্ষ্যা নদীর পাঁচ নম্বর ঘাটে প্রতিমা বিসর্জনের আয়োজন করে জেলা পূজা উদযাপন পরিষদ।

শহর ছাড়াও সদর উপজেলার বিভিন্ন এলাকার পূজামন্ডপের প্রতিমা এনে এই ঘাটে বিসর্জন দেন সনাতম ধর্মাবলম্বীরা। পুলিশ, র‌্যাব ও আনসারসহ আইন শৃংখলা বাহিনীর বিভিন্ন সংস্থা প্রতিমা বিসর্জনের নিরাপত্তায় নিয়োজতি থাকে। জেলার কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। জেলার সকল উপজেলায় প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে আইন শৃংখলা বাহিনী তৎপর রয়েছে।

এ বছর নারায়ণগঞ্জের পাঁচটি উপজেলায় ২১৪টি পূজামন্ডপে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়