২০ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৭:৩৯, ২০ সেপ্টেম্বর ২০২০

নারায়ণগঞ্জে মহিলা পরিষদের সাংগঠনিক পক্ষ শুরু

নারায়ণগঞ্জে মহিলা পরিষদের সাংগঠনিক পক্ষ শুরু

প্রেস নারায়ণগঞ্জ: বাংলাদেশ মহিলা পরিষদের ৫০ বছর ‘সংগঠন বিস্তৃত ও সংহত করে বৃহত্তর নারী আন্দোলন গড়ে তুলি’ এই শ্লোগানকে সামনে রেখে সাংগঠনিক পক্ষ-২০ এর উদ্বোধন করেন জেলা সভাপতি লক্ষ্মী চক্রবর্তী। এ উপলক্ষে রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে করোনা মহামারীতে সংগঠকদের ভূমিকা শীর্ষক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শহীদনগরের কমিটির সভাপতি জাহেদা বেগমের সভাপতিত্বে জেলা কমিটির অনুষ্ঠিত এ কর্মসূচিতে আলোচনা করেন সংগঠন সম্পাদক প্রীতিকণা দাস, লিগ্যাল এইড সম্পাদক সাহানারা বেগম, সদস্য রাশিদা বেগম, প্রোগ্রাম এক্সিকিউটিভ সুজাতা আফরোজ, অফিস সহকারী সুমী সরকার।

সংগঠনের সভাপতি লক্ষ্মী চক্রবর্ত্তী জানান, সংগঠনকে শক্তিশালী ও বিস্তৃত করার প্রয়োজনে বাংলাদেশ মহিলা পরিষদ সারাদেশ ব্যাপী ১৬ থেকে ৩০ সেপ্টম্বর পর্যন্ত এ পক্ষ পালন করছে। নারায়ণগঞ্জ জেলাও নানা কর্মসূচি পালন করছে। সদস্য সংগ্রহ, নবায়ন, সফর, কর্মী সভা, উঠান বৈঠক, প্রশিক্ষণ, হত্যা, যৌন হয়রানি, ধর্ষণসহ নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কর্মসূচি, সচেতনতামূলক সভা, সমাপনী সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। যথাযথ স্বাস্থ্য বিধি মেনে এসব কর্মসূচি পালন করা হচ্ছে।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়