২৯ মার্চ ২০২৪

প্রকাশিত: ২২:২৬, ২০ ডিসেম্বর ২০২০

আপডেট: ১৯:৫৯, ২১ ডিসেম্বর ২০২০

নারায়ণগঞ্জে হবে বঙ্গবন্ধুর নামে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

নারায়ণগঞ্জে হবে বঙ্গবন্ধুর নামে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপিত হবে৷ ইতিমধ্যে প্রধামমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়টি স্থাপনের প্রস্তাবের অনুমোদন দিয়েছেন৷ ফলে নারায়ণগঞ্জবাসীর ‘একটি পূর্ণাঙ্গ সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের’ দাবি পূরণ হতে যাচ্ছে৷

নারায়ণগঞ্জে অনুমোদন দেওয়া সরকারি বিশ্ববিদ্যালয়টির নাম হবে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’৷ নারায়ণগঞ্জ ছাড়াও নাটোর ও মেহেরপুরেও দু’টি সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী৷

প্রধানমন্ত্রীর অনুমোদন দেওয়ার পর গত ৯ ডিসেম্বর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়৷ মন্ত্রণালয়ের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত ওই চিঠিতে মঞ্জুরী কমিশনের চেয়ারম্যানকে নারায়ণগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য যুগোপযোগী খসড়া আইন প্রস্তুতের নির্দেশ দেয়া হয়েছে৷

সূত্র জানায়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের খসড়া আইন মন্ত্রণালয়ে উত্থাপনের পর তা পাস হলে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি স্থাপনের জন্য পরবর্তী নির্দেশনা আসবে৷

দেশের শীর্ষ ধনী জেলা নারায়ণগঞ্জে একাধিক সরকারি কলেজ থাকলেও নেই পূর্ণাঙ্গ কোনো সরকারি বিশ্ববিদ্যালয়৷ বিভিন্ন সময় ছাত্র সংগঠনগুলোসহ সুধীমহল জেলায় একটি পূর্ণাঙ্গ সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানিয়েছেন৷ বিভিন্ন অনুষ্ঠানের বক্তব্যে জেলায় পূর্ণাঙ্গ সরকারি বিশ্ববিদ্যালয় না থাকার আক্ষেপ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান ও নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমানও৷

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়