২৫ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১১:২৩, ২৭ জানুয়ারি ২০২১

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৫ জন। এই নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ৮ হাজার ৭৪৯ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত মারা গেছেন ১৫৫ জন।

বুধবার (২৭ জানুয়ারি) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য জানা যায়। নতুন করে সিটি কর্পোরেশন এলাকায় ২ জন, বন্দরে ১ জন, সোনারগাঁয়ে ১ জন ও রূপগঞ্জে ১ জন আক্রান্ত হয়েছেন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৮০ জন ও আক্রান্ত ৩ হাজার ৩৩৯ জন। অন্যদিকে সদর উপজেলায় মারা গেছেন ২৬ জন ও আক্রান্ত ১ হাজার ৮৮৬ জন। বন্দর উপজেলায় আক্রান্তের সংখ্যা ৪৩৭ ও মারা গেছেন ৬ জন। এছাড়া আড়াইহাজারে আক্রান্ত ৬৮৮ ও মারা গেছেন ৪ জন, সোনারগাঁয়ে আক্রান্ত ৮৩৮ ও মারা গেছেন ২৭ জন এবং রূপগঞ্জে মারা গেছেন ১২ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৬১ জন।

জেলায় এই পর্যন্ত মোট ৬৯ হাজার ৩২২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২০০ জনের।

করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে ফিরেছেন মোট ৮ হাজার ৪৭৬ জন। তার মধ্যে সিটি কর্পোরেশন এলাকার ৩ হাজার ২১৯ জন, সদর উপজেলার ১ হাজার ৮৩২ জন, রূপগঞ্জের ১ হাজার ৫২৯ জন, আড়াইহাজারের ৬৮১ জন, বন্দরের ৪১৮ ও সোনারগাঁয়ের ৭৯৭ জন।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়