১৯ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১১:০৮, ৮ মে ২০২১

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ ও আক্রান্ত দুটোই কমেছে

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ ও আক্রান্ত দুটোই কমেছে

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৮ জন। এই নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ১৩ হাজার ৮০ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত মারা গেছেন ২১৫ জন।

শনিবার (৮ মে) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য জানা যায়। নতুন করে সিটি কর্পোরেশন এলাকায় ১ জন, আড়াইহাজারে ১ জন, সোনারগাঁয়ে ৪ জন ও রূপগঞ্জে ২ জন আক্রান্ত হয়েছেন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ১১০ জন ও আক্রান্ত ৫ হাজার ২৮ জন। অন্যদিকে সদর উপজেলায় মারা গেছেন ৪২ জন ও আক্রান্ত ২ হাজার ৬৯৬ জন। বন্দর উপজেলায় আক্রান্তের সংখ্যা ৮৪১ ও মারা গেছেন ৮ জন। এছাড়া আড়াইহাজারে আক্রান্ত ৮৭৫ ও মারা গেছেন ৪ জন, সোনারগাঁয়ে আক্রান্ত ১ হাজার ২২৬ জন ও মারা গেছেন ৩৭ জন এবং রূপগঞ্জে মারা গেছেন ১৪ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪১৪ জন।

জেলায় এই পর্যন্ত মোট ১ লাখ ৫ হাজার ৪৫৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩০ জনের।

করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে ফিরেছেন মোট ১২ হাজার ১৫৬ জন। তার মধ্যে সিটি কর্পোরেশন এলাকার ৪ হাজার ৬৮৫ জন, সদর উপজেলার ২ হাজার ৫১১ জন, রূপগঞ্জের ২ হাজার ২৪৬ জন, আড়াইহাজারের ৮৫১ জন, বন্দরের ৭৪৪ ও সোনারগাঁয়ের ১ হাজার ১১৯ জন।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়