২৯ মার্চ ২০২৪

প্রকাশিত: ১১:৩৭, ২৬ জানুয়ারি ২০২১

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ১৯৬ নমুনা সংগ্রহ, আক্রান্ত ৬

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ১৯৬ নমুনা সংগ্রহ, আক্রান্ত ৬

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৬ জন। এই নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ৮ হাজার ৭৪৪ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত মারা গেছেন ১৫৫ জন।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য জানা যায়। নতুন করে সিটি কর্পোরেশন এলাকায় ৪ জন, সদরে ১ জন ও রূপগঞ্জে ১ জন আক্রান্ত হয়েছেন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৮০ জন ও আক্রান্ত ৩ হাজার ৩৩৭ জন। অন্যদিকে সদর উপজেলায় মারা গেছেন ২৬ জন ও আক্রান্ত ১ হাজার ৮৮৬ জন। বন্দর উপজেলায় আক্রান্তের সংখ্যা ৪৩৬ ও মারা গেছেন ৬ জন। এছাড়া আড়াইহাজারে আক্রান্ত ৬৮৮ ও মারা গেছেন ৪ জন, সোনারগাঁয়ে আক্রান্ত ৮৩৭ ও মারা গেছেন ২৭ জন এবং রূপগঞ্জে মারা গেছেন ১২ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৬০ জন।

জেলায় এই পর্যন্ত মোট ৬৯ হাজার ১২২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৯৬ জনের।

করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে ফিরেছেন মোট ৮ হাজার ৪৬৪ জন। তার মধ্যে সিটি কর্পোরেশন এলাকার ৩ হাজার ২১৩ জন, সদর উপজেলার ১ হাজার ৮৩০ জন, রূপগঞ্জের ১ হাজার ৫২৭ জন, আড়াইহাজারের ৬৮১ জন, বন্দরের ৪১৭ ও সোনারগাঁয়ের ৭৯৬ জন।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়