২০ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১১:৫১, ২৮ জানুয়ারি ২০২১

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ২০৭ নমুনা সংগ্রহ, আক্রান্ত ২

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ২০৭ নমুনা সংগ্রহ, আক্রান্ত ২

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ২ জন। এই নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ৮ হাজার ৭৫১ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত মারা গেছেন ১৫৫ জন।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য জানা যায়। নতুন করে সদরে ১ জন ও আড়াইহাজারে ১ জন আক্রান্ত হয়েছেন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৮০ জন ও আক্রান্ত ৩ হাজার ৩৩৯ জন। অন্যদিকে সদর উপজেলায় মারা গেছেন ২৬ জন ও আক্রান্ত ১ হাজার ৮৮৭ জন। বন্দর উপজেলায় আক্রান্তের সংখ্যা ৪৩৭ ও মারা গেছেন ৬ জন। এছাড়া আড়াইহাজারে আক্রান্ত ৬৮৯ ও মারা গেছেন ৪ জন, সোনারগাঁয়ে আক্রান্ত ৮৩৮ ও মারা গেছেন ২৭ জন এবং রূপগঞ্জে মারা গেছেন ১২ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৬১ জন।

জেলায় এই পর্যন্ত মোট ৬৯ হাজার ৫২৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২০৭ জনের।

করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে ফিরেছেন মোট ৮ হাজার ৪৮৪ জন। তার মধ্যে সিটি কর্পোরেশন এলাকার ৩ হাজার ২২১ জন, সদর উপজেলার ১ হাজার ৮৩২ জন, রূপগঞ্জের ১ হাজার ৫৩১ জন, আড়াইহাজারের ৬৮১ জন, বন্দরের ৪২০ ও সোনারগাঁয়ের ৭৯৯ জন।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়