২৯ মার্চ ২০২৪

প্রকাশিত: ২১:১১, ২৪ মে ২০২৩

আপডেট: ২১:২১, ২৪ মে ২০২৩

নিখোঁজের ৮ দিন পর ঝোপের ভেতর মিললো বৃদ্ধের মরদেহ

নিখোঁজের ৮ দিন পর ঝোপের ভেতর মিললো বৃদ্ধের মরদেহ

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের আটদিন পর সত্তরোর্ধ্ব এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ মে) বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেনিখালী এলাকার একটি ঝোপের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম সাদেক শিকদার। তার বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি থানার চক্রতলা গ্রামে। সোনারগাঁ উপজেলার বাড়িমজলিশ এলাকায় তার মেয়ের বাসায় থাকতেন।

নিহতের জামাতা মোসলেউদ্দিন জানান, গত ১৬ মে বিকেলে আসরের নামাজ পড়তে বেরিয়ে আর বাসায় ফেরেননি তার শ্বশুর। তাকে খুঁজে না পেয়ে পরদিন সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরিও করেন নিহতের মেয়ে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, বিকেলে ঝোপের ভেতর থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা গিয়ে অর্ধগলিত মরদেহ দেখতে পান। পরে তারা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানান, মরদেহটি প্রায় অর্ধগলিত হওয়ায় শরীরে কান আঘাতের চিহ্ন শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়