২৫ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৭:২৮, ২০ এপ্রিল ২০২১

নিতাইগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

নিতাইগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে সবচেয়ে বড় পাইকারি ও খুচরা বাজার নিতাইগঞ্জে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত৷ অভিযানে অংশ নেয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়৷ কোভিড পরিস্থিতি ও রমজানকে কেন্দ্র করে বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে মঙ্গলবার (২০ এপ্রিল) সকাল ১০টা থেকে ঘন্টাব্যাপী এ অভিযান চলে৷

অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান বিন মুহাম্মদ আলী৷ উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান, নিতাইগঞ্জ পাইকারি ও খুচরা ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি আওয়ামী লীগ নেতা আব্দুল কাদির, সমিতির সাধারণ সম্পাদক শংকর সাহা৷

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান বিন মুহাম্মদ আলী বলেন, “আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে নিতাইগঞ্জ বাজারে প্রচারণামূলক অভিযান চালিয়েছি৷ নির্ধারিত কিছু পণ্যের মূল্য সরকার নির্ধারণ করে দিয়েছে। আমারা এখানে এসে দেখলাম এ বিষয়ে অনেক ব্যবসায়ীরা জানেন না। আমরা যেহেতু জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে থাকি। সেজন্যে আজকে প্রথমবারের মতো সরকার নির্ধারিত পণ্যগুলোর যে মূল্য সে বিষয়ে মূলত প্রচারণা চালিয়েছি। আমরা ইতিমধ্যে মাইক স্থাপন করেছি যার মাধ্যমে সরকারের এ নির্দেশনাগুলো প্রচার করা হবে। ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আমাদের সাথে ছিল। তিনি সরকারের নির্দেশনার প্রজ্ঞাপন বিলি করবেন।’

তিনি আরও বলেন, ‘কয়েকটি দোকানে মূল্যতালিকা এবং কিছু প্যাকেটজাত পণ্যে মূল্য লেখা ছিল না। আমরা তাদেরকে যথাযথভাবে মূল্যতালিকা কোন বোর্ডে কিভাবে প্রদর্শন করবেন সে বিষয়ে তাদেরকে সতর্ক করেছি। আশা করি আমাদের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রতিশ্রতি দিয়েছেন যে সরকারের যে নির্দেশনা আছে সেগুলো তারা পরিপালন করার জন্য ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করবেন। একটি দোকানে মূল্যতালিকা ছিলো না সেক্ষেত্রে আমরা ১০ হাজার টাকা জরিমানা করেছি। এবং বাকি দোকানগুলোতে মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শিত ছিল না। তাই প্রথমবারের মতো আমরা তাদেরকে সতর্ক করেছি।”

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়