২৯ মার্চ ২০২৪

প্রকাশিত: ২২:৩৬, ৪ ডিসেম্বর ২০২২

আপডেট: ২৩:৫১, ৪ ডিসেম্বর ২০২২

নিতাইগঞ্জের বলদেব আখড়া মন্দিরে মহোৎসবে মেয়র আইভী

নিতাইগঞ্জের বলদেব আখড়া মন্দিরে মহোৎসবে মেয়র আইভী

প্রেস নারায়ণগঞ্জ: সপ্তম বার্ষিকী শ্রী শ্রী তারকব্রহ্ম নামযজ্ঞ মহোৎসব পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ সিটু করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী৷ রোববার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় নিতাইগঞ্জের শ্রী শ্রী বলদেব জিউর আখড়া ও শিব মন্দিরে এ আয়োজন পরিদর্শনে যান তিনি৷

আয়োজকরা জানান, এই কলিতে অতি অল্প সময়ের মধ্যে হরিনাম সংকীর্তন শ্রবণ ও মৃদঙ্গ মন্ধিরা সহকারে সংকীর্তন করে মানব জীবনের পরম শান্তি, মুক্তি ও তৃপ্তিময় রসাস্বাদন করা যায়। সে অমৃত লাভের প্রত্যাশায় শ্রী শ্রী বলদেব জিউর আখড়া ও শিব মন্দির প্রাঙ্গণে শ্রীমদ্ভাগবত পাঠ ও ২৪ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। এ আয়োজনে অতিথি হিসেবে আসেন সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী৷

এ সময় আরও উপস্থিত ছিলেন নিতাইগঞ্জের শ্রী শ্রী বলদেব জিউর আখড়া ও শিব মন্দির পরিচালনা কমিটির সভাপতি জয় কে রায় চৌধুরী, সাধারণ সম্পাদক প্রবাস সাহা, যুবলীগ নেতা আব্দুল মোতালিব, শরীফ হীরা, হিমেল খান প্রমুখ৷

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়