২৬ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৪:৪৭, ২৯ মার্চ ২০২২

আপডেট: ০০:২৮, ৩০ মার্চ ২০২২

নীট কনসার্নের লিফট ছিঁড়ে গর্ভবতী নারীসহ ১৪ শ্রমিক আহত

নীট কনসার্নের লিফট ছিঁড়ে গর্ভবতী নারীসহ ১৪ শ্রমিক আহত

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার পাঠানটুলি এলাকার নীট কনসার্ন গ্রুপের প্রিন্ট কারখানার লিফট ছিঁড়ে পড়ে অন্তত ১৪ জন শ্রমিক আহত হয়েছেন৷ আহতদের মধ্যে একজন গর্ভবতী নারী শ্রমিকও ছিলেন৷ মঙ্গলবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে৷

কারখানার শ্রমিকদের একটি সূত্র জানায়, নীট কনসার্ন প্রিন্ট (কেসিপি) কারখানার ওই লিফট দিয়ে মালামাল ওঠানামা করা হয়৷ সকালে অতিরিক্ত মালামাল তোলার ফলে লিফটি ছিঁড়ে পড়ে যায়৷ এ ঘটনায় একজন গর্ভবতী নারী শ্রমিকসহ অন্তত ১৪ জন আহত হন৷ তাদের দ্রুত হাসপাতালে পাঠায় কারখানা কর্তৃপক্ষ৷

নাম প্রকাশ না করার শর্তে কারখানার এক শ্রমিক বলেন, আহত দু’জনের পা ভেঙে গেছে৷ একজনের অবস্থা আশঙ্কাজনক৷

তবে এ বিষয়ে নীট কনসার্নের পরিচালক জাহাঙ্গীর মোল্লার মুঠোফোনে একাধিকবার কল করেও সাড়া পাওয়া যায়নি৷

এদিকে লিফট ছিঁড়ে শ্রমিক আহতের বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, মালামাল ওঠা-নামার জন্য ব্যবহৃত লিফটি অতিরিক্ত ওজনের কারণে ছিঁড়ে পড়ে গেছে৷ এতে ৮-১০ জন শ্রমিক আহতের খবর পেয়েছি৷

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়