২০ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২১:০৫, ২৮ ফেব্রুয়ারি ২০২১

আপডেট: ২১:১৪, ২৮ ফেব্রুয়ারি ২০২১

পজেটিভ নারায়ণগঞ্জ গড়তে চাই: জেলা পরিষদে ডিসি

পজেটিভ নারায়ণগঞ্জ গড়তে চাই: জেলা পরিষদে ডিসি

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা পরিষদ পরিদর্শন ও চেয়ারম্যান আনোয়ার হোসেন ও অন্যান্য সদস্যদের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাইন বিল্লাহ। রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুর পৌনে দুইটায় জেলা পরিষদে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

জেলা প্রশাসক মো. মোস্তাইন বিল্লাল বলেন, ‘পজেটিভ নারায়ণগঞ্জ গড়ে তুলতে সকলের সহযোগিতা চাই। নারায়ণগঞ্জ নাম অনেকের কাছে ভালো আবার অনেকের কাছে খারাপ। সেই ভালো নারায়ণগঞ্জ প্রতিষ্ঠিত করতেই সকলে এক ছাতাতলে থাকতে চাই।’

তিনি আরও বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে রাত-দিন কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী। তার ধারাবাহিকতায় আমরা জেলা প্রশাসনের সকলে মিলে একত্রে কাজ করে যাচ্ছি। সব কাজ একা হয় না, আপনাদের মত জনপ্রতিনিধি আমাদের পাশে প্রয়োজন। জেলা পরিষদের ৪ বছরের উন্নয়নের রূপরেখা শুনে খুব ভালো লেগেছে, সামনে জেলা প্রশাসন আপনাদের সহযোগিতায় থাকবে।’

জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে ছাত্র রাজনীতি প্রবেশ করে আজ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান হয়েছি। আমার রাজনীতি জীবনে অনেক শিষ্য রয়েছে যারা এখন এই জেলা এমপি ও শীর্ষ নেতা রয়েছে। তার মধ্যে ওসমান পরিবারের সাথে আমার অনেকটা সময় কেটেছে। সাবেক জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি একেএম শামসুজ্জোহা হাত ধরে বিপুল ভোটে ছাত্রলীগের সাধারণ সম্পাদক হয়ে ছিলাম। তার বড় ছেলে প্রয়াত এমপি নাসিম ওসমানের সাথে রাজনীতি মাঠে ছিলাম। তিনি অন্য দল করলেও তার ভিতরে আওয়ামী লীগ প্রেম ছিল। তার ছোট ভাই বর্তমানে সদরের এমপি সেলিম ওসমান রাজনীতিতে আমার শিষ্য ছিলেন। তিনি রাজনীতি ওভাবে না করলেও আমার হাত দিয়ে রাজনীতি অঙ্গণে ছিলেন। তার ছোট ভাই শামীম ওসমান এই আসনের এমপি। সে আওয়ামী লীগে আসে আমার হাত ধরে। দুই ভাই তাদের বক্তব্যে আমাকে তারা গুরু হিসেবে সম্বোধন করে।’

তিনি আরও বলেন, ‘জেলা পরিষদ কী নারায়ণগঞ্জবাসী জানত না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে এই চেয়ারম্যান পদে মনোনীত করেন। তখন বিনা প্রতিদ্বন্দ্বীতায় আমি জেলা পরিষদের প্রথম চেয়ারম্যান নির্বাচিত হই। মানুষের কল্যাণে তাদের পাশে দাঁড়িয়েছি।’

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়