২৫ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২৩:০৫, ২৪ জুন ২০২২

আপডেট: ১৪:০৯, ২৫ জুন ২০২২

পদ্মা সেতু সকলের পয়সায়, প্রত্যেকে উৎসব করবো: আইভী

পদ্মা সেতু সকলের পয়সায়, প্রত্যেকে উৎসব করবো: আইভী

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) মেয়র বলেছেন, ‘আগামীকাল পদ্মাসেতু উদ্বোধন হতে যাচ্ছে, এটা আমাদের স্বার্থকতা, আমাদের সাফল্য। আমাদের নিজের টাকায় আমাদের পদ্মাসেতু হয়েছে। আমাদের সকলের ট্যাক্সের টাকায় পদ্মাসেতু। আওয়ামী লীগ সরকার মানুষের ম্যান্ডেট নিয়ে কাজ করে। এ সরকারের দায়িত্বের মধ্যে পড়েছে পদ্মাসেতু করা, করে দিয়েছে। কিন্তু এটা আমাদের সকলের পয়সায়। সুতরাং আমরা প্রত্যেকেই উৎসব করবো। এটা আমাদের প্রত্যেকের পার্ট। আমরা এর অংশীদার।’

শুক্রবার (২৪ জুন) বিকেলে প্রথম আলো বন্ধুসভা নারায়ণগঞ্জের আয়োজনে ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷

তিনি আরও বলেন, `আমাদের এই প্রজন্মের শিশুদের সঙ্গে দেশীয় ফল পরিচয় করিয়ে দেয়া। এদের গুলাবলি তুলে ধরা ফল উৎসবের উদ্দেশ্য। সৃষ্টিকর্তা এভাবে সবকিছু সৃষ্টি করেছে যাতে আমরা সবকিছুই প্রকৃতি থেকে পেয়ে যেতে পারি।  একেক সিজনে একেক ফলের সমাহার, প্রত্যেকটা জিনিস আমাদের জন্য উপকারি। প্রত্যেক মাসের নিজস্ব বৈশিষ্ট্য আছে। প্রত্যেক ফলের গুণগত মান আছে, ঔষধি উপকারিতা আছে। সারাবছর আমরা কোনো না কোনো ফল পাচ্ছি। এ ফলগুলো থেকে আমরা আমাদের প্রয়োজনীয় সব ধরণের ভিটামিন পাচ্ছি৷’

সিটি মেয়র বলেন, ‘দেশীয় ফলগুলো ছোট হয়ে যাচ্ছে কারণ আমরা গাছের যত্ন করি না। আমাদের চাষীরাও বিদেশী ফলের প্রতি বেশি আকৃষ্ট হচ্ছেন। আমাদের বাচ্চারা অনেক ফল ও গাছ চিনেই না৷’

আয়োজকদের উদ্দেশ্যে ডা. আইভী বলেন, "প্রথম আলো বন্ধুসভা বিগত কয়েকবছর যাবত ফল উৎসবের মাধ্যমে নতুন প্রজন্মের সঙ্গে দেশীয় ফলের পরিচয় করিয়ের দিচ্ছে। তাদের উদ্যোগটি প্রসংসার যোগ্য। বন্ধুসভা বিভিন্ন ভালো উদ্যোগের সঙ্গে থাকে। আমি তাদের সাধুবাদ জানাই।’

সংগঠনের সভাপতি উজ্জ্বল উচ্ছ্বাসের সভাপতিত্বে ও সাবেক সভাপতি রাসেল আদিত্যের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও সাস্কৃতিক ব্যক্তিত্ব রফিুর রাব্বি, নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের অধ্যক্ষ শিল্পী শামসুল আলম আজাদ, সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়, প্রথম আলোর জেলা প্রতিনিধি মুজিবুল হক পলাশ৷

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়