২০ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২৩:২৯, ২৫ জুন ২০২২

আপডেট: ২৩:২৯, ২৫ জুন ২০২২

পদ্মা সেতুর আনন্দে রাসেল পার্কে আলো ঝলমলে আতশবাজি

পদ্মা সেতুর আনন্দে রাসেল পার্কে আলো ঝলমলে আতশবাজি

প্রেস নারায়ণগঞ্জ: স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আয়োজনে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোক ঝলমলে আতশবাজি করা হয়েছে৷ শনিবার (২৫ জুন) সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত নগরীর দেওভোগে অবস্থিত শেখ রাসেল পার্কে চলে এ আয়োজন৷ হাজারো দর্শক আলোক ঝলমলে এ আয়োজন উপভোগ করেন৷

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়, সাবেক সভাপতি জিয়াউল ইসলাম কাজল, নাসিক কাউন্সিলর আফসানা আফরোজ বিভা, শাওন অংকন, মিজানুর রহমান খান, কামরুল হাসান মুন্না, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বল, সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তা আবুল হোসেন, শ্যামল পালসহ সিটি করপোরেশনের অন্যান্য কর্মকর্তারা৷ পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নগরীর বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনাসহ রাসেল পার্কে আলোকসজ্জ্বা করা হয়৷

রাসেল পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা গান, নৃত্য পরিবেশন করেন৷ হাজারো দর্শক আনন্দের সাথে তা উপভোগ করেন৷

এর আগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র মাওয়ায় উপস্থিত থেকে পদ্মা সেতুর উদ্বোধন প্রত্যক্ষ করেন৷ বেলা ১২টায় পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়