১৯ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৮:১৪, ২ অক্টোবর ২০২০

পরিবহন চালকের ছদ্মবেশে গাঁজা সরবরাহ, গ্রেফতার ১

পরিবহন চালকের ছদ্মবেশে গাঁজা সরবরাহ, গ্রেফতার ১

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকাগামী একটি পিকআপ গাড়ি তল্লাশী করে ৩০ কেজি গাঁজা উদ্ধারসহ জহিরুল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এ সময় মাদক সরবরাহের কাজে ব্যবহৃত পিকআপটিও জব্দ করে র‌্যাব।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকালে সোনারগাঁয়ের আষাঢ়িয়ারচর এলাকায় বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

জহিরুল হক কুমিল্লা জেলার চান্দিনা থানার কেরনখাল এলাকার মো. হাবিবুর রহমানের ছেলে।

র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, জহিরুল দীর্ঘদিন ধরে পরিবহন চালকের ছদ্মবেশে পিকআপে করে কুমিল্লা থেকে গাঁজা নিয়ে এসে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় বিক্রি করতো।

র‌্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী স্বীকার করে যে, আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা সীমান্ত দিয়ে অবৈধভাবে গাঁজা প্রবেশ করায় এবং চালকের ছদ্মবেশে বিশেষ কৌশলে পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে থাকে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়