২৯ মার্চ ২০২৪

প্রকাশিত: ২০:১২, ১৭ জুন ২০২১

আপডেট: ২০:১৪, ১৭ জুন ২০২১

পরিবেশ দূষণের দায়ে কারখানার দুই কর্মকর্তা আটক, জরিমানা

পরিবেশ দূষণের দায়ে কারখানার দুই কর্মকর্তা আটক, জরিমানা

প্রেস নারায়ণগঞ্জ: কারখানার বর্জ্যমিশ্রিত দূষিত পানি স্থানীয় মানুষের জমি ও খালে নিষ্কাশন করে পরিবেশ দূষণ করার অভিযোগে সোনারগাঁ উপজেলার একটি কারখানার দুই কর্মকর্তাকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৬ জুন) সোনারগাঁয়ের ছোট শিলমান্দি এলাকার ক্যানটাকি কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম।

এ সময় পরিবেশ দূষণ করার অভিযোগে কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) জামাল উদ্দিন ও মহাব্যবস্থাপক মিজানুর রহমানকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে আতিকুল ইসলাম জানান, উপজেলার ছোট শিলমান্দি এলাকার ক্যানটাকী নামের একটি ড্রাইং কারখানা কর্তৃপক্ষ তাদের কারখানার দূষিত বর্জ্যমিশ্রিত পানি স্থানীয় মোগরাপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষের জমি ও পার্শ্ববর্তী খালে নিষ্কাশন করে এলাকার পরিবেশ দূষণ করে আসছিল। সে প্রেক্ষিতে আমরা কারখানাটির ব্যবস্থাপক ও মহাব্যবস্থাপককে আটক করি এবং ৫০ হাজার টাকা জরিমানা করি।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়